কুমিল্লায় ২০২১ সালে প্রতি তিন মাস অন্তর মোট চার ভাগে যক্ষ্মা রোগী ছিল ১১ হাজার ৭১৪ জন। এর মধ্যে বছরের শেষ ৩ মাসে ছিল ২ হাজার ৪২৫ জন। যক্ষ্মা রোগী শনাক্তকরণ ও রোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সাংবাদিকদের করণীয় শীর্ষক মতবিনিময় সভায় জেলার সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানায়।
গতকাল মঙ্গলবার নগরীর কান্দিরপাড়ের একটি পার্টি সেন্টারে এ সভা হয়। এর আয়োজন করে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) কুমিল্লা জেলা শাখা।
সভায় প্রধান অতিথি ছিলেন নাটাব কুমিল্লার প্রধান পৃষ্ঠপোষক ও সিভিল সার্জন মীর মোবারক হোসাইন।
নাটাব কুমিল্লা শাখার সহসভাপতি আবুল হাসানাত বাবুলের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শাহজাদা এমরানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কুমিল্লা মেডিকেল কলেজের অ্যানেসথেশিয়া বিভাগের প্রধান আতোয়ার রহমান, কুমিল্লা সাংবাদিক সমিতির সভাপতি ইয়াসমির রীমা, নাটাবের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর মাছুম, সদস্য আশোক বড়ুয়া। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাসেল আহম্মেদ চৌধুরী।
জেলার সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা মো. সাইক বিন আলম জানান, ২০২০ সালে প্রতি তিন মাস অন্তর মোট চার ভাগে যক্ষ্মা রোগী ছিল ২ হাজার ২৯৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ২৪২ জন।
বক্তব্যে সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন, যক্ষ্মা সবার সহযোগিতায় নির্মূল করতে হবে।