Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

চাটখিলে হামলা-হুমকির অভিযোগ চার প্রার্থীর

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

চাটখিলে হামলা-হুমকির অভিযোগ চার প্রার্থীর

নোয়াখালীর সোনাইমুড়ীতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একাধিক হামলা ও হুমকির অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে গত বুধবার আওয়ামী লীগের দুজন বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী সংবাদ সম্মেলন করে হামলার অভিযোগ করেছেন। এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আওয়ামী লীগের পক্ষ থেকে পাঁচজন বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার এবং ৯ জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

উপজেলার বারগাঁও ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী সাইয়েদ আহমদ জানান, গত ২০ ডিসেম্বর বিকেলে যুবলীগ নেতা ফরহাদের নেতৃত্বে তাঁর উঠান বৈঠকে হামলা চালানো হয়। তাতে অন্তত পাঁচজন আহত হয়। এ সময় বেশ কয়েকটি চেয়ার ভাঙচুর করা হয়।

উপজেলার নদোনা ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইকবাল হোসেন লিটনের বাড়িতে ককটেল হামলার ঘটনা ঘটেছে তিনি অভিযোগ করেছেন। গত বুধবার বিকেলে ইকবাল হোসেন লিটন নদোনা ইউপির শিবপুরে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন।

উপজেলার সোনাপুর ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবদুল ওহাব স্বপনের বাড়িতে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া একই ইউপিতে নৌকার প্রার্থী আলমগীর হোসেন চৌধুরীর অভিযোগ, তাঁর নির্বাচনী অফিসে ভাঙচুর করা হয়েছে।

উপজেলার জয়াগ ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবু মোহাম্মদ মহসিনকে হত্যা ও গুম করার হুমকি দেওয়া হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান। এসব বিষয়ে তাঁরা নির্বাচন কমিশনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেছেন।

এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে গত ২১ ডিসেম্বর সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফম বাবুল বাবু স্বাক্ষরিত দলীয় প্যাডে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। জবাব না পেয়ে ২২ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নোটিশের মাধ্যমে আমিশাপাড়া ইউপির বিপ্লব হোসেন, শাহাদাত হোসেন সুমন, খলিলুর রহমান সেলিম, দেওটি ইউপির বিদ্রোহী প্রার্থী ইকবাল হোসেন দুলাল ও সোনাপুর ইউপির আবদুর রহিম শামীমকে গঠনতন্ত্রের ৪৭ এর ১১ উপধারা মোতাবেক স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

বজরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বিদ্রোহী প্রার্থী ইকবাল হোসেন চৌধুরী, জয়াগ ইউপির বিদ্রোহী প্রার্থী আবু মোহাম্মদ মহসিন, নাটেশ্বর ইউপির আনোয়ার হোসেন স্বপন, নদোনা ইউপির ইকবাল হোসেন লিটন, দেওটি ইউপির রফিক উল্যাহ এবং বারগাঁও ইউপির যুবলীগের সভাপতি নুরুন্নবী ভূঁইয়াসহ নয়জনকে তিন দিনের মধ্যে জবাব চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফম বাবুল বাবু জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নৌকার প্রার্থীর বিরুদ্ধে ভোট করার অভিযোগে পাঁচজনকে বহিষ্কারের পাশাপাশি নয়জনকে কারণ দর্শানো হয়েছে। তিন দিনের মধ্যে তাঁদের কারণ দর্শাতে বলা হয়েছে।

প্রার্থীদের ওপর হামলা বা তাঁদের নির্বাচনী অফিস ভাঙচুরের বিষয়ে জানতে চাইলে সোনাইমুড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ ফরিদ জানান, কয়েকজন প্রার্থী লিখিত ও মৌখিক অভিযোগ দিয়েছেন। সেসব তদন্ত করে দেখা হচ্ছে। আগামী ৫ জানুয়ারির নির্বাচনে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ