কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
ঢাকার কেরানীগঞ্জে জাল সনদ, সনদ তৈরির সরঞ্জামসহ মো. মাসুদ মিয়া (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১০। গতকাল বুধবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আব্দুল্লাহপুর এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১০-এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি-২) স্কোয়াড কমান্ডার এএসপি আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি জাল সনদ প্রস্তুতকারী ১টি চক্র মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সনদ জাল করছে। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০টি ভুয়া সার্টিফিকেট, ১টি সিপিইউ, ১টি মনিটর ও ১টি প্রিন্টার উদ্ধার করা হয়।’
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন শিক্ষা বোর্ডের এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম এবং সরকারি-বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্সের জাল সার্টিফিকেট তৈরি করে আসছেন। বিভিন্ন জাল সনদ তৈরি করে ব্যবসার আড়ালে জালিয়াতি কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।