ফেনীর ছাগলনাইয়ায় স্থগিত হওয়া শুভপুর ইউনিয়নের উত্তর মন্দিয়া ৯ নম্বর ওয়ার্ডের নির্বাচন আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ছাগলনাইয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মিতা পারিয়াল এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ভোটকেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই, জোরপূর্বক ব্যালট পেপারে সিলমারা, ভোটারদের মারধর ও সংঘাত-সংঘর্ষের কারণে এই ওয়ার্ডের নির্বাচন স্থগিত করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মিতা পারিয়াল বলেন, ‘রোববার রাতে ছাগলনাইয়া উপজেলার স্থগিত হওয়া শুভপুর ইউনিয়নের উত্তর মন্দিয়া ৯ নম্বর ওয়ার্ডের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে নানা অনিয়মের অভিযোগে উত্তর মন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল।’
জানা যায়, শুভপুর ইউপির অধীন উত্তর মন্দিয়া গ্রামে মোট মেম্বার প্রার্থী ৬ জন। তাঁরা হলেন-আবুল কালাম মাস্টার (মোরগ), শওকত জোবায়ের (আপেল), সোহেল রানা (ফুটবল), মো. সেলিম (তালা), নিলুফা আক্তার (ঘুড়ি) ও মো. ইউসুফ (টিউবওয়েল)।