বিনোদন প্রতিবেদক, ঢাকা
ভালোবাসা দিবসে দেখা যাবে ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’। প্রায় দুই যুগ ধরে বিশেষ দিনে এই অনুষ্ঠানটি প্রচারিত হয় এটিএন বাংলায়। এবার ‘পাঁচফোড়ন’ উপস্থাপনা করছেন মীর সাব্বির ও সাজু খাদেম। অনুষ্ঠানে গানের পাশাপাশি রয়েছে রসাত্মক ও সচেতনতামূলক নাট্যাংশ। থাকছে যশোরের খেজুরের রস, অনুকরণীয় পরিচ্ছন্ন গ্রাম মদনখালী ও খাগড়াছড়ির ফুলকলি নামের হাতির সমাধিসৌধের ওপর বিশেষ প্রতিবেদন। অনুষ্ঠানটি এটিএন বাংলায় প্রচারিত হবে ১৪ ফেব্রুয়ারি, সোমবার রাত ১০টা ৫০ মিনিটে। পাঁচফোড়ন নির্মাণ করেছে দেশের খ্যাতিমান নির্মাতা হানিফ সংকেতের প্রযোজনা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন