হোম > ছাপা সংস্করণ

স্বেচ্ছাসেবক লীগের কমিটি ১৫ বছর পর

দেবিদ্বার প্রতিনিধি

১৫ বছর পর দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ১০ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়েছে। গত রোববার দুপুরে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির ঘোষণা দেন । এই কমিটির সদস্যরা তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

কমিটিতে সভাপতি পদে আবদুল মান্নান মোল্লা, সাধারণ সম্পাদক পদে মো. সাদ্দাম হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে যাদব রায় রয়েছেন।

এ ছাড়া কমিটিতে সহসভাপতি করা হয়েছে শাহাদাৎ হোসেন মিঠু, মো. আলাউদ্দিন ও আলম হাজারিকে, যুগ্ম সাধারণ সম্পাদক মো. গোলাম সারোয়ার, মো. মিজানুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহরাব হোসেন সোহাগ, দপ্তর সম্পাদক করা হয়েছে মো. দেলোয়ার হোসেনকে।

এক মাসের মধ্যে ৭৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে দল সূত্রে জানা গেছে। এদিকে নতুন কমিটি পেয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের উচ্ছ্বসিত দেখা গেছে।

২০০৫ সালে শহীদুল্লাহ খাজাকে আহ্বায়ক ও আবদুল মান্নান মোল্লাকে যুগ্ম আহ্বায়ক করে ৩১ সদস্যের উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। তাঁদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে তিন মাস সময় বেঁধে দেওয়া হয়েছিল। ১৫ বছর পার হলেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি। অবশেষে কেন্দ্রীয় কমিটি ১০ সদস্যের নতুন কমিটি ঘোষণা করল।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন