হোম > ছাপা সংস্করণ

পৃষ্ঠপোষক পাচ্ছে না বিসিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) প্রথম দিনটা ছিল বোলারদের। চার ভেন্যুতে রীতিমতো উইকেট-বৃষ্টিই দেখা গেছে। মাঠের লড়াইয়ে বোলারদের মুখে হাসি থাকলেও প্রশ্ন থেকে গেছে এনসিএলের পৃষ্ঠপোষক নিয়ে।

এনসিএলের নতুন লোগোতে নেই পৃষ্ঠপোষকের নাম। খেলোয়াড়দের জার্সিতেও নেই। গত এক যুগে জাতীয় লিগে এমন ঘটনা দেখা যায়নি। এই এক যুগে ইলেকট্রনিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘ওয়ালটন’ই পৃষ্ঠপোষক হয়েছে এনসিএলের। এবার তারা সরে গেলে বিসিবি আগামী তিন মৌসুমের জন্য নতুন পৃষ্ঠপোষকের খোঁজে গত মাসে দরপত্র আহ্বান করেছিল। যেটিতে আবেদনের শেষ তারিখ ছিল ২৮ সেপ্টেম্বর। এনসিএলের জন্য বিসিবি যে আগ্রহী পৃষ্ঠপোষক খুঁজে পায়নি, গতকাল দেখাই গেল।

পৃষ্ঠপোষক না পাওয়ার বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী গতকাল আজকের পত্রিকাকে বললেন, ‘ওয়ালটন এবার চালিয়ে যেতে চায়নি। নতুন দরপত্র আহ্বান করেছি আমরা, কিন্তু এখনো পাওয়া যায়নি। হতে পারে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি। এরই মধ্যেই আমাদের বিকল্প দেখতে হবে। বর্তমান সময়ে সবাই ব্যয়সংকোচন নীতিতে যাচ্ছে।’

পৃষ্ঠপোষক ছাড়াই গতকাল শুরু হওয়া এনসিএলের ২৪তম পর্বের প্রথম দিনে সোহাগ গাজী (৫৬) ও আবু সায়েমের (৫৯) ফিফটিই ব্যাটারদের উল্লেখযোগ্য পারফরম্যান্স। দুজনের ব্যাটে ৭২ রানে ৪ উইকেট হারানো রাজশাহী ৯ উইকেটে ২৬৯ রানে প্রথম দিন পার করে। প্রথম দিনটা ছিল বোলারদের। আরও নির্দিষ্ট করে বলতে পেসারদের। গতকাল সব মিলিয়ে উইকেট পড়েছে ৪৭টি। এর মধ্যে ২৬টিই নিয়েছেন পেসাররা।

মিরপুরে ঢাকা বিভাগের বোলিং তোপে রংপুর  ৯২ রানেই শেষ। সুমন  নেন ৫ উইকেট। ব্যাটিংয়ে ঢাকাও ভালো অবস্থানে নেই। ৫ উইকেটে ১২২ রান সংগ্রহ করেছে দলটি।

চট্টগ্রামে চট্টগ্রাম বিভাগকে প্রথম ইনিংসে ১৪১ রানে গুটিয়ে দেয় সিলেট বিভাগ। নাবিল সামাদ নেন ৫ উইকেট। পরে ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে ১৫ রানে দিন পার করেছে সিলেট। খুলনায় পেসার মানিক খানের আগুনঝরা বোলিংয়ে ঢাকা মহানগরকে ১৩১ রানে অলআউট করে দেয় খুলনা। মানিক নেন ৪ উইকেট। ব্যাটিংয়ে নেমে ঢাকা মহানগরেরও শুরু ভালো হয়নি। ৩৭ রান তুলতেই হারিয়েছে তারা ৩ উইকেট। 

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন