ঠাকুরগাঁও প্রতিনিধি
কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে শেষ হয়েছে ঠাকুরগাঁও সদর উপজেলার সেনুয়া ও বড়গাঁও ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ। গতকাল সোমবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। উৎসবমুখর পরিবেশে ঘন কুয়াশা ও তীব্র শীত উপেক্ষা করে ভোটাররা দলে দলে ভোটকেন্দ্রে আসেন।
সরেজমিনে উপজেলার সেনুয়া ইউনিয়ন ও বড়গাঁও ইউনিয়নের ভোট কেন্দ্রগুলোতে ঘুরে দেখা গেছে, সকাল থেকে ভোটাররা ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছেন। প্রতিটি কেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি সবচেয়ে বেশি ছিল।
তবে কিছু ভোটকেন্দ্রে কয়েকটি বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে সেনুয়া ইউনিয়নের মৌলানখুড়ি বালিকা উচ্চবিদ্যালয়ে ভোটকেন্দ্রে
জাল ভোট দিতে গিয়ে আটক হন মতি রায় (২৫) নামে এক যুবক। পরে তাঁকে ঠাকুরগাঁও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। ওই কেন্দ্রে দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তা লুৎফুর হাই দিপু আজকের পত্রিকাকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বড়গাঁও ইউনিয়নে মোট ভোটার ১১ হাজার ১৭৮ জন। অপরদিকে সেনুয়া ইউনিয়নে মোট ভোটার ৬ হাজার ৮৮৫ জন।