হোম > ছাপা সংস্করণ

কে ক্র্যাফটের স্টাইলিশ লুকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাতাসে শীতের পরশ। তবে বেশি ভারী পোশাক পরার মতো শীত তো এখনো পড়েনি। এখন এমন পোশাক পরে বাইরে বের হতে হচ্ছে, যাতে সাজপোশাকও ঠিক থাকে আবার ঠান্ডা হাওয়াও গায়ে না লাগে।

শীতের পোশাক পরার ক্ষেত্রে তরুণদের পছন্দে এসেছে পরিবর্তন। শীতে উষ্ণতার পাশাপাশি অভিজাত ও স্টাইলিশ লুক থাকতে হবে। কে ক্র্যাফটের ভিন্নধর্মী চমৎকার সব স্টাইলিশ পোশাক হতে পারে আপনার এ সময়ের সঙ্গী।

মেয়েদের ভিন্ন স্টাইলের ব্লেজার, ওপেন ফ্রন্ট ওভার কোট, জ্যাকেট, রিভারসেবল জ্যাকেট, ফুল লেংথ কটি, যা মিলিয়ে পরতে পারবেন জিনস বা পছন্দের স্টাইলের প্যান্টের সঙ্গে। এ ছাড়া রয়েছে ছেলেদের জন্য ফুল স্লিভ শার্ট, পোলো, সোয়েট শার্ট, ক্যাজুয়াল শার্ট, কটিসহ অন্যান্য শীতের পোশাক। এর সঙ্গে ছেলে ও মেয়ে উভয়ের জন্য রয়েছে শীতের উপযোগী ক্যাজুয়াল পোশাক ও বিভিন্ন অনুষঙ্গ। এ ছাড়া সালোয়ার-কামিজ, কুর্তি, টপস, টিউনিক, কাফতান ও শাড়ি তো থাকছেই। এসব পোশাকের কাট ও স্টিচ সম্পূর্ণ নতুন আঙ্গিকের। এগুলোর অলংকরণ ও উপস্থাপনায়ও রয়েছে বৈচিত্র্য।

বিভিন্ন রঙের প্রিন্ট ও উইভিং ডিজাইনে তৈরি করা হয়েছে শাল, যা শীতের জন্য বেশ উপযোগী। শুধু শীতের পোশাক বলেই নয়, ফ্যাশন অনুষঙ্গ হিসেবে পছন্দের বিভিন্ন পোশাকের সঙ্গে মিলিয়ে পরতে শালের রয়েছে আলাদা কদর।

কে ক্র্যাফটের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, খুলনাসহ সব আউটলেট ছাড়াও অনলাইন শপ থেকে শীতের পোশাক কিনতে পারেন বিশেষ সাশ্রয়ী মূল্যে। এ ছাড়া ফেসবুক পেজ থেকেও কেনাকাটা করার সুবিধা আছে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন