Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

জামানত হারালেন আওয়ামী লীগের ৪ চেয়ারম্যান প্রার্থী

সিলেট প্রতিনিধি

জামানত হারালেন আওয়ামী লীগের ৪ চেয়ারম্যান প্রার্থী

চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায় আওয়ামী লীগের চার চেয়ারম্যান প্রার্থী জামানত হারিয়েছেন।

উপজেলা দুটির ২০ ইউপির মাত্র সাতটিতে জয়ী হয়েছেন নৌকার প্রার্থী। বাকি ১৩টিতেই হেরেছেন তাঁরা। অধিকাংশ ইউপিতে নৌকার প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতাও গড়ে তুলতে পারেননি।

জামানত হারানো প্রার্থীরা হলেন- গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউপিতে নজরুল ইসলাম, লক্ষ্মীপাশা ইউপিতে মাহমুদ আহমদ চৌধুরী, লক্ষ্মণাবন্দ ইউপিতে মো. আব্দুল করিম খান ও বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউপিতে এমাদ উদ্দিন।

গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মণাবন্দ ইউপিতে আওয়ামী লীগের নৌকার প্রার্থী মো. আব্দুল করিম খান ১১টি কেন্দ্রে ভোট পেয়েছেন মাত্র ১৩৯টি।

লক্ষ্মীপাশা ইউপিতে নৌকার প্রার্থী মাহমুদ আহমদ চৌধুরী ৩৪৬টি ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

অন্যদিকে ঢাকাদক্ষিণ ইউপিতে নৌকার প্রার্থী নজরুল ইসলাম ৪৭৮ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

এ ছাড়া বিয়ানীবাজার উপজেলার ৮ নম্বর তিলপাড়া ইউপিতে আওয়ামী লীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এমাদ উদ্দিন ৯২০ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা শুক্কুর মোহাম্মদ মিঞা জানান, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী মোট সংগৃহীত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পেলে জামানত বাজেয়াপ্ত করা হয়।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ