চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায় আওয়ামী লীগের চার চেয়ারম্যান প্রার্থী জামানত হারিয়েছেন।
উপজেলা দুটির ২০ ইউপির মাত্র সাতটিতে জয়ী হয়েছেন নৌকার প্রার্থী। বাকি ১৩টিতেই হেরেছেন তাঁরা। অধিকাংশ ইউপিতে নৌকার প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতাও গড়ে তুলতে পারেননি।
জামানত হারানো প্রার্থীরা হলেন- গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউপিতে নজরুল ইসলাম, লক্ষ্মীপাশা ইউপিতে মাহমুদ আহমদ চৌধুরী, লক্ষ্মণাবন্দ ইউপিতে মো. আব্দুল করিম খান ও বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউপিতে এমাদ উদ্দিন।
গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মণাবন্দ ইউপিতে আওয়ামী লীগের নৌকার প্রার্থী মো. আব্দুল করিম খান ১১টি কেন্দ্রে ভোট পেয়েছেন মাত্র ১৩৯টি।
লক্ষ্মীপাশা ইউপিতে নৌকার প্রার্থী মাহমুদ আহমদ চৌধুরী ৩৪৬টি ভোট পেয়ে জামানত হারিয়েছেন।
অন্যদিকে ঢাকাদক্ষিণ ইউপিতে নৌকার প্রার্থী নজরুল ইসলাম ৪৭৮ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।
এ ছাড়া বিয়ানীবাজার উপজেলার ৮ নম্বর তিলপাড়া ইউপিতে আওয়ামী লীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এমাদ উদ্দিন ৯২০ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।
সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা শুক্কুর মোহাম্মদ মিঞা জানান, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী মোট সংগৃহীত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পেলে জামানত বাজেয়াপ্ত করা হয়।