বিনোদন ডেস্ক
ঈদ উপলক্ষে নির্মিত হয়েছে নাটক ‘নো মোর’। রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় এতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও তাসনিয়া ফারিণ। নাটকের গল্পে দেখা যাবে পরিবারের কাউকে না জানিয়ে একটি মেয়ে শহরে আসে।
মেয়েটা যে ছেলের জন্য আসে, সে তাকে নিতে আসে না। এরপর মেয়েটিকে সঙ্গ দেয় পাঠাও বাইক সার্ভিসের এক ছেলে। এভাবেই এগিয়ে যায় গল্প। নাটকটি রোজার ঈদে একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে।