Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

তাড়াইলে গণ-অধিকার পরিষদের আত্মপ্রকাশ

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি

তাড়াইলে গণ-অধিকার পরিষদের আত্মপ্রকাশ

কিশোরগঞ্জের তাড়াইলে আত্মপ্রকাশ করেছে গণ-অধিকার পরিষদ। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বিভিন্ন সড়কে মিছিল করে গণ-অধিকার পরিষদ। কেন্দ্রীয় গণ অধিকার পরিষদের সহকারী সদস্যসচিব ও কিশোরগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মুখলেছুর রহমান উজ্জ্বল মিছিলের নেতৃত্ব দেন। মিছিলে অর্ধশতাধিক মোটরবাইকসহ দুই শতাধিক নেতা–কর্মী অংশ নেন।

মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আবু হানিফ, কেন্দ্রীয় কমিটির সহকারী সদস্যসচিব শেখ খায়রুল কবির, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ইকরাম হোসেন, জেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক সুমন তালুকদার, জেলা শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক হজরত আলী অভি, পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান আল-আমিন, উপজেলা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক জাকিরুল ইসলাম বাকী, সদস্যসচিব মোতাহার হোসেন, উপজেলা যুব পরিষদের আহ্বায়ক মাহফুজুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা–কর্মীরা।

এ নিয়ে জানতে চাইলে মুখলেছুর রহমান উজ্জ্বল বলেন, ‘তাড়াইলে পূর্ণাঙ্গ কমিটিসহ প্রতিটি ইউনিয়নে মুলদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি দেওয়ার কার্যক্রম চলছে। এ উপলক্ষে আমরা উপজেলার তালজাঙ্গা, রাউতি এবং তাড়াইল-সাচাইল (সদর) ইউনিয়নে নেতা–কর্মীদের নিয়ে আলোচনা শেষে একটি শোভাযাত্রার আয়োজন করি।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ