সিলেট প্রতিনিধি
চার দিন পর সিলেট সিটি করপোরেশনের মেয়রের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন মহানগর মাংস ব্যবসায়ীরা। গত রোববার দিবাগত রাত একটার দিকে এই ঘোষণা দেন মাংস ব্যবসায়ী সমিতির নেতারা। তাই গতকাল সোমবার থেকে খোলা ছিল সিলেটের মাংসের দোকানগুলো। বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর মাংস ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুল খালিক।
আব্দুল খালিক বলেন, ‘অন্যান্য জেলার সঙ্গে দাম সামঞ্জস্য করে দিতে সিসিক মেয়রের আশ্বাসের প্রেক্ষিতে গতকাল সোমবার থেকে মাংসের দোকান খোলা রাখা হয়েছে। তবে মূল্য নির্ধারণ না হওয়া পর্যন্ত ক্ষতি হলেও ৬০০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করব। আগামী মঙ্গলবার (আজ) মাংস ব্যবসায়ীদের নিয়ে বৈঠকে বসে দাম নির্ধারণ করে দেবেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।
এ বিষয়ে সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানান, রমজানে মানবিক দিন বিবেচনায় নিয়ে মাংস ব্যবসায়ীদের দাবির বিষয়ে বৈঠকে বসবেন মেয়র। অন্যান্য জেলার সঙ্গে সংগতি রেখে মাংসের দাম নির্ধারণ করে দেওয়া হতে পারে। তবে মেয়রের আশ্বাসের প্রেক্ষিতে তাঁরা গতকাল সোমবার থেকে ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন।
উল্লেখ্য, প্রশাসন দাম নির্ধারণ করে দেওয়ার প্রতিবাদে গত বৃহস্পতিবার থেকে গরু ও ছাগলের মাংস বিক্রি করবেন না বলে ঘোষণা দেন নগরীর ব্যবসায়ীরা। গত বুধবার দিবাগত রাত ১টার দিকে এক জরুরি বৈঠক শেষে সিলেট মহানগর মাংস ব্যবসায়ী সমবায় সমিতির নেতারা এ ঘোষণা দেন। এ সময় তাঁরা গরু ও খাসির মাংসের দাম অন্যান্য সিটি করপোরেশনের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারণের দাবি জানান। এরপর থেকে সিলেটে বন্ধ ছিল গরু ও ছাগলের মাংস বিক্রি।