হোম > ছাপা সংস্করণ

হৃতিক ও এনটিআরের সঙ্গে কিয়ারা

বিনোদন ডেস্ক

শাহরুখ খানের ‘পাঠান’-এর মাধ্যমে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স আরও বড় আকার পেয়েছে। এ সিনেমার অবিশ্বাস্য সাফল্যের পর যশরাজ মন দিয়েছে গোয়েন্দাভিত্তিক গল্প নির্মাণে। ‘পাঠান’-এর পর নভেম্বরে আসছে এ সিরিজের নতুন সিনেমা ‘টাইগার ৩’। এবার নির্মিত হচ্ছে ‘ওয়ার ২’। অয়ন মুখার্জি পরিচালিত এ সিনেমায় হৃতিকের মুখোমুখি হতে যাচ্ছেন তেলুগু সুপারস্টার এনটিআর জুনিয়র। আর তাঁদের টেক্কা দিতে হাজির হবেন কিয়ারা আদভানি। ওয়ারের সিক্যুয়েলে তিনিই প্রধান নারী চরিত্র। ‘ওয়ার ২’ সিনেমা দিয়ে স্পাই ইউনিভার্সের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন কিয়ারা।

স্পাই ইউনিভার্সের আগের সিনেমাগুলোতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ (টাইগার সিরিজ), দীপিকা পাডুকোন (পাঠান) এবং বানী কাপুর (ওয়ার)। তবে এর মধ্যে ‘ওয়ার’ সিনেমায় বানী কাপুরের চরিত্রের সমাপ্তি হয়েছে। ক্যাটরিনাকে ‘টাইগার’ সিরিজের সব সিনেমায়ই দেখা গেছে। ক্যাটরিনা, দীপিকা ও বানীর পর ‘ওয়ার ২’ সিনেমা দিয়ে স্পাই ইউনিভার্সের চতুর্থ প্রধান নারী চরিত্রে দেখা যাবে কিয়ারা আদভানিকে।

হৃতিক রোশনের ‘ওয়ার ২’ প্রসঙ্গে ভারতের কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, চলতি বছরের নভেম্বর থেকেই শুরু হতে যাচ্ছে এর দৃশ্যধারণের কাজ। আগেই জানা গিয়েছিল, ‘ওয়ার ২’ পরিচালনা করছেন ‘ব্রহ্মাস্ত্র’ নির্মাতা অয়ন মুখার্জি। নভেম্বরে কাজ শুরুর জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন। তবে নভেম্বরে ক্যামেরা চালু হলেও সিনেমাটির দৃশ্যধারণে হৃতিক অংশ নেবেন ডিসেম্বর থেকে।

২০২৪ সালের শেষে অথবা ২০২৫ সালের শুরুতে ওয়ার ২ মুক্তির সম্ভাবনা রয়েছে। জানা গেছে, ‘টাইগার ৩’ সিনেমার গল্প থেকেই এগিয়ে যাবে ‘ওয়ার ২’-এর মূল প্লট। আর ‘ওয়ার ২’ সিনেমার গল্প যেখানে শেষ হবে, সেখান থেকেই শুরু হবে স্পাই ইউনিভার্সের সিভিল ওয়ার ‘টাইগার বনাম পাঠান’। বলিউডের ইতিহাসের সবচেয়ে বড় এ অ্যাকশন সিনেমায় একসঙ্গে হাজির হতে যাচ্ছেন শাহরুখ খান ও সালমান খান।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন