বিনোদন প্রতিবেদক, ঢাকা
আমার মা ছিলেন রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক। এখন অবসরে। ছোটবেলায় আম্মা আমাকে যা-ই বলতেন, আমি উল্টো চলতাম। তাঁর কোনো কথা শুনতে চাইতাম না, রাগারাগি করতাম। এমনই ছিল আম্মার সঙ্গে আমার শৈশবের সম্পর্ক। কিন্তু আমি যখন সত্যিকার নিজের স্ট্রাগল লাইফে ইন করলাম, নিজের পথচলা যখন নিজে একা শুরু করলাম, তখন দেখলাম—আমার মা আমার জীবনের শ্রেষ্ঠ দার্শনিক।
ছোটবেলা থেকে মা আমাকে যে কথাগুলো বলতে চেষ্টা করেছেন, সব মনীষীই এই কথাগুলো বলেছেন এবং এগুলোই জীবনের সবচেয়ে সত্যি কথা। জীবনে আমি যা কিছুই ভালো করেছি, তার সবই আমার মা-বাবার অবদান। আর যা খারাপ করেছি, সবই আমার। তিনি আমার আদর্শ। একজন মানুষ এত পরিশ্রমী হয়, তা তাঁকে না দেখলে বিশ্বাস করা সম্ভব নয়। আমার অনেক কিছুই নেই হয়তো, কিন্তু আমার একজন শিক্ষিত মা এবং শিক্ষিত একটি পরিবার আছে। তাই আমি বারবার জন্ম নিলে এ পরিবারেই জন্মাতে চাই।