হোম > ছাপা সংস্করণ

জাতীয় মার্শাল আর্টে দেশসেরা নাসির

গোপালগঞ্জ প্রতিনিধি

শহীদ ক্যাপ্টেন শেখ কামাল স্মৃতি জাতীয় মার্শাল আর্ট প্রতিযোগিতায় প্রথম হয়েছেন গোপালগঞ্জের কাশিয়ানীর যুবক মো. আলীমুজ্জামান নাসির। ৫৯ জন প্রতিযোগীকে পেছনে ফেলে এ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন তিনি।

৫ আগস্ট থেকে ৪ দিনব্যাপী রাজধানীর পুরানা পল্টনে জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেশিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব, ঢাকা ক্রীড়া সংস্থা, নরসিংদী ক্রীড়া সংস্থা, বরিশাল ক্রীড়া সংস্থা, নোয়াখালী ক্রীড়া সংস্থা, গাজীপুর ক্রীড়া সংস্থা ও রংপুর ক্রীড়া সংস্থার ৬০ জন প্রতিযোগী অংশ নেন। নাসির গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাবের পক্ষে ৫৯ প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ৪টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ পদক অর্জন করেন।

বাংলাদেশ মার্শাল আর্ট ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাসানুল হক ইনুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোনেম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

মো. আলীমুজ্জামান নাসিরের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামে। বাবা সাংবাদিক মো. পান্নু শিকদার। তিনি ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ী জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসায় জামাত বিভাগে অধ্যয়নের পাশাপাশি ঢাকার মেজবাহ মার্শাল আর্ট একাডেমিতে অনুশীলন করেন।

আলীমুজ্জামান নাসির বলেন, ‘এ কৃতিত্বের পেছনে আমার বাবার অবদান অনেক। আমার বড় ভাইও আমাকে নানা ধরনের সহযোগিতা করেছেন। আর সর্বোপরি আমার শিক্ষক মেজবাহ স্যার নিজের মতো আমাকে গড়ে তুলেছেন। আমি তাঁর প্রতি কৃতজ্ঞ।’

গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হিরা বলেন, ‘নাসির জাতীয় মার্শাল আর্ট প্রতিযোগিতায় অংশ নিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। তার এ সাফল্যে আমরা আনন্দিত ও গর্বিত।’

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন