হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের হোসেনপুরের সিদ্দিকুর রহমান শখ করেই ৪ বছর ধরে একটি ফ্রিজিয়ান জাতের একটি ষাঁড় লালন-পালন করছেন। আদর করে নাম দিয়েছেন রং বাহাদুর।
১ হাজার ৪০০ কেজির এই ষাঁড় বিক্রির জন্য এবার কোরবানির পশুর হাটে তোলা হবে জানিয়েছেন সিদ্দিকুর রহমান। তবে আগ্রহীদের মোবাইল ফোনেও যোগাযোগ করতে অনুরোধ করেছেন তিনি। সিদ্দিকুর রহমান হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের লাউতলী বাজারের পূর্ব পার্শ্বে গণমান পুরুরা গ্রামের বাসিন্দা। স্থানীয় বাসিন্দারা বলছেন, কোরবানির পশুর হাট কাঁপাবে রং বাহাদুর। ইতিমধ্যে পাইকারেরা দাম হাঁকিয়েছেন ১১ থেকে সাড়ে ১২ লাখ টাকা।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, রং বাহাদুরকে যত্ন করছেন সিদ্দিকুর রহমান। এ সময় কথা হয় তাঁর সঙ্গে। তিনি বলেন, শখ করেই রং বাহাদুরকে তিনি লালনপালন করেছেন। কোরবানির ঈদ উপলক্ষে রং বাহাদুরকে কিনতে আগ্রহীদের তাঁর মোবাইল নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেছেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুল মান্নান বলেন, ‘জেলার সবচেয়ে বড় কোরবানির পশু রং বাহাদুর। এবারের কোরবানির পশুর হাটে এটি বিক্রি হবে। এই ষাঁড়টির প্রায়ই স্বাস্থ্যপরীক্ষা করেছি এবং
এটির পরিচর্যার জন্য কৃষককে পরামর্শ দিয়েছি।’