ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জ উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে। এ নিয়ে সাধারণ মানুষের মাঝে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া।
ঢাকা জেলা নির্বাচন কর্মকর্তা মনির হোসেনের বরাত দিয়ে ইভিএম ব্যবহারের তথ্য নিশ্চিত করেছেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সালাউদ্দিন মঞ্জু ও দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদ।
এর আগে জাতীয় নির্বাচন ও বেশ কিছু নির্বাচনে ইভিএমের ব্যবহার হলেও দোহার ও নবাবগঞ্জ উপজেলায় কখনো ব্যবহার করা হয়নি। এবারই প্রথম দোহার-নবাবগঞ্জ উপজেলায় ইভিএম ব্যবহার করা হবে।
ইভিএমে ভোট নিয়ে আগে অনেক বিতর্ক তৈরি হলেও দোহার ও নবাবগঞ্জের অনেকে বিষয়টিকে দেখছেন ইতিবাচকভাবেই। দোহারের নয়াবাড়ি ইউনিয়নের আরিফ মাহমুদ বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তির পরিবর্তন আসবে, সেই পরিবর্তন আমাদের খুশিমনেই মেনে নিতে হবে।’