Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

ভারতের উৎসবে ঢাকার নাটক

বিনোদন প্রতিবেদক, ঢাকা

ভারতের উৎসবে ঢাকার নাটক

‘ভারত রঙ মহোৎসব’ ও ‘কেরালা ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল’-এ অংশ নিতে ভারতে যাচ্ছে বাংলাদেশের ছয়টি নাট্যদল।

ভারত সরকারের পৃষ্ঠপোষকতায় ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি) আয়োজিত ২৩তম ‘ভারত রঙ মহোৎসব ২০২৪’-এ অংশ নেবে ম্যাড থেটার (আনা ফ্রাঙ্ক), থিয়েটার ফ্যাক্টরি (আষাঢ়স্য প্রথম দিবসে), নাট্যম রিপার্টরি (দমের মাদার), বটতলা (খনা) ও স্বপ্নদল (চিত্রাঙ্গদা)। ৯ থেকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে দিল্লি ও ভারতের অন্যান্য শহরে ৫টি নাটকের ১০টি প্রদর্শনী করবে দলগুলো।

ভারতে যাওয়ার আগে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় নাট্যদলগুলো মিলে ঢাকায় একটি উৎসব করছে। ‘ভাষার সঙ্গ, নাট্যরঙ্গ বাংলাদেশ উৎসব’ শিরোনামে এই উৎসব শুরু হয়েছে ১ ফেব্রুয়ারি, চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। উদ্বোধনী দিনে মঞ্চস্থ হয় ম্যাড থেটারের ‘আনা ফ্রাঙ্ক’। আজ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে থিয়েটার ফ্যাক্টরির নাটক ‘আষাঢ়স্য প্রথম দিবসে’। কোনো আন্তর্জাতিক উৎসবে অংশগ্রহণের পূর্বে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী দলসমূহকে নিয়ে দেশে নাট্যোৎসবের আয়োজন এবারই প্রথম।

অন্যদিকে, ৯ ফেব্রুয়ারি থেকে কেরালায় শুরু হতে যাওয়া কেরালা ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে স্পর্ধা: ইন্ডিপেনডেন্ট থিয়েটার কালেকটিভের ‘৪.৪৮ মন্ত্রাস’। ১১ ও ১২ ফেব্রুয়ারি হবে নাটকটির দুটি প্রদর্শনী। উৎসবে ভারতীয় নাট্যদলের পাশাপাশি থাকবে বাংলাদেশ, ইতালি, ব্রাজিল, ফিনল্যান্ড, তিউনিসিয়া, চিলি ও ফিলিস্তিনের ৮টি নাট্যদল।

কেরালা যাওয়ার আগে আজ বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ঢাকার দর্শকদের জন্য ৪.৪৮ মন্ত্রাস নাটকের দুটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে স্পর্ধা। বিকেল ৪টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় দেখা যাবে নাটকটি। এটি নাট্যদলটির দ্বিতীয় প্রযোজনা। পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন সৈয়দ জামিল আহমেদ। বাংলায় অনুবাদ করেছেন শাহমান মৈশান ও শরীফ সিরাজ।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ