ভেদরগঞ্জ, ডামুড্যা, গোসাইরহাট উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা হয়েছে। নতুন কমিটি গঠনের লক্ষ্যে গতকাল শনিবার বিকেলে ডামুড্যা উপজেলার নয়া কান্দি এলাকায় স্বেচ্ছাসেবক দলের তিনটি উপজেলা ও পৌরসভার কর্মীসভা হয়।
শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান আমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শাহাবুদ্দিন মুন্না। প্রধান বক্তা ছিলেন অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি ছিলেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব, সহসাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ও শফিউদ্দিন সেন্টু, সহসাংগঠনিক সম্পাদক বারেক ইকবাল, কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মুন্সি, শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সহসাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম মাদবর প্রমুখ।