পাইকগাছার চাঁদখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবসরে যাওয়ার ১০ দিন আগে সহকারী শিক্ষকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দুর্নীতির অভিযোগ করেছেন।
অভিযোগে জানা যায়, ২০২১ সালের ২৪ অক্টোবর ও বিদ্যালয়ের ১০ জন সহকরী শিক্ষক প্রধান শিক্ষককের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ করেন। প্রধান শিক্ষক বিষয়টি জানতে পেরে তড়িঘড়ি করে সহকরী শিক্ষকের ওপর ক্ষমতা হস্তান্তর করেন। ৩ নভেম্বর অবসরে যান তিনি। কিন্তু অভিযোগের প্রায় তিন মাস অতিবাহিত হলেও তার কোনো সুরাহা করেনি কর্তৃপক্ষ।
এ নিয়ে শিক্ষকদের মধ্য ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগেপত্রে ২০২০ সালের কোচিং ফি’র ৮৪ হাজার টাকা, ২০১৫ সাল হতে জেএসসি ও এসএসসি সনদ বিক্রির অর্থ, ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত এসএসসি ব্যবহারিক পরীক্ষার আদায়কৃত অর্থ, সীমানা প্রাচীর, গেট নির্মাণ, গাছ বিক্রির টাকা, ২০১৯ সালের মন্ত্রণালয়ের অডিটের ১ লক্ষ ৭০ হাজার টাকা, বিদ্যালয়ের দোকান ঘর বিক্রির ৩ লক্ষ টাকা আত্মসাৎসহ ১১টি অভিযোগ আনা হয়।
অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপাল চন্দ্র মণ্ডল দুর্নীতির কথা অস্বীকার করে বলেন, আমি অবসরের যাওয়ার আগে সহকরী প্রধান শিক্ষকের কাছে সব হিসাব বুঝিয়ে দিয়েছি।