Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

অন্তঃসত্ত্বার পেটে লাথি দেওয়ার অভিযোগ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

অন্তঃসত্ত্বার পেটে লাথি  দেওয়ার অভিযোগ

চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৯ মাসের অন্তঃসত্ত্বা এক নারীর পেটে লাথি দেওয়ার অভিযোগ উঠেছে আব্দুল গণি (৩৫) নামে এক যুবকের বিরুদ্ধে।

গত সোমবার বিকেলে উপজেলার নেহালপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে আমেনা বেগম (২২) নামে ওই নারীকে স্বজনেরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান।

জানা গেছে, অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নির্ধারিত সময়ের আগেই সদর হাসপাতাল থেকে শহরের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে ওই নারীর অস্ত্রোপচার (সিজার) করা হয়েছে। আমেনা নেহালপুর গ্রামের পান্তপাড়ার ইউসুফ আলীর মেয়ে। এ ঘটনায় আব্দুল গণির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

আমেনার বাবা ইউসুফ আলী বলেন, ‘প্রতিবেশী সাহেব আলীর মেয়ে সাথীর নামে মিথ্যা রটানো হয়েছে-এ অভিযোগে তার স্বামী (আব্দুল গণি) বাড়িতে এসে আমেনার পেটে লাথি মারে। ব্যথায় ছটফট করতে থাকলে আমরা তাকে দ্রুত সদর হাসপাতালে ভর্তি করি। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা দিলে হাসপাতালের বাইরের একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে পরীক্ষা-নিরীক্ষা করানো হয়।’

ইউসুফ আলী বলেন, ‘এ সময় জানা যায়, লাথির কারণে পেটের সন্তানও আঘাতপ্রাপ্ত হয়েছে। পরে চিকিৎসকের পরামর্শে ডেলিভারির সময়ের আগেই সিজার করতে হয়েছে। একটি মেয়েসন্তান জন্ম দিয়েছে আমেনা। পরে গণির বিরুদ্ধে থানায় মামলা করেছি।’

দেশ ক্লিনিকে ওই আমেনার অস্ত্রোপচার করেন ডা. মশিউর রহমান। তিনি বলেন, ‘পেটে আঘাত পাওয়ায় তাঁর প্রসব বেদনা শুরু হয়। আলট্রাসনোগ্রাফিসহ যাবতীয় পরীক্ষায় জানা যায়, ওই অন্তঃসত্ত্বা নারীর পেটে পানিশূন্যতা সৃষ্টি হয়েছে। পরে সিজার করা হয়। মা ও সন্তান দুজনেই শঙ্কামুক্ত আছে।’

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ