নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) চট্টমেট্রো-দ-১১-০২৩২ নাম্বারে নিবন্ধিত একটি সিএনজিচালিত অটোরিকশা প্রতিষ্ঠানটির জনবল পরিবহনের কাজে ব্যবহৃত হয়। কিন্তু একই নিবন্ধন নম্বরে ব্যক্তিমালিকানার আরেকটি গাড়ি শহরের রাস্তায় চলছে। এই গাড়িটিও বিআরটিএ অনুমোদিত। এর মালিক একজন গ্যারেজ ব্যবসায়ী। এভাবে একটি চক্র সিটি করপোরেশনের একাধিক গাড়ির মালিকানা পরিবর্তন দেখিয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, চট্টমেট্রো-দ-১১-০২৩২ নম্বরের ২০০৫ মডেলের ওই অটোরিকশাটি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের নামে। ২০০৬ সালে গাড়িটি বিআরটিএ থেকে নিবন্ধন পায়। একই নিবন্ধন নম্বরে ২০২২ সালে বিআরটিএ আব্দুল মতিন রুবেলের নামে ওই গাড়িটির মালিকানা পরিবর্তন দেখায়। বর্তমানে একই নিবন্ধন নম্বরে দুটো গাড়িই শহরে চলাচল করছে।
চট্টমেট্রো-দ-১১-০০২১ নম্বরের সিটি করপোরেশনের আরেকটি অটোরিকশা আব্দুল মতিন রুবেলের নামে মালিকানা পরিবর্তনের তথ্য পাওয়া গেছে।
চট্টগ্রাম বিআরটিএ উপপরিচালক তৌহিদুল হোসেন বলেন, ‘আমার যতটুকু মনে পড়ে, সিটি করপোরেশন ৩-৪ বছর আগে তাঁদের কয়েকটি গাড়ি নিলামে দেয়। সেখানে তাঁরা মালিকানা পাল্টাতে কোনো আপত্তি নেই বলে ছাড়পত্রও দেন। সে অনুযায়ী গাড়িগুলোর মালিকানা পাল্টানো হয়।’