মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন গজারিয়া ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (জিস্ট) প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন তিনি।
পরে তিনি উপজেলা পরিষদ মিলনায়তনে ৫০ তম জাতীয় সমবায় দিবসের আলোচনা সভায় যোগ দেন। এরপর শহীদ বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর সড়ক হতে আলীপুরা মিয়াবাড়ী পর্যন্ত সড়কের উদ্বোধন করেন তিনি। দুপুরে ভবেরচর ইউনিয়নে ভিটিকান্দি খেলার মাঠের উন্নয়নকাজ পরিদর্শন, বৃক্ষরোপণ, দুস্থ নারীদের মধ্যে ক্ষুদ্রঋণের চেক বিতরণ, ভিটিকান্দি আশ্রয়ণ প্রকল্প-২ পরিদর্শন করেন তিনি।
এ সময় প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার সঙ্গে জেলা প্রশাসক নাহিদ রসূল, জেলা পুলিশ সুপার আবদুল মোমেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউল ইসলাম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।