হোম > ছাপা সংস্করণ

বাপ-বেটার খুনসুটিতে মুগ্ধ দর্শক

বিনোদন ডেস্ক

একজন মেগাস্টার, আরেকজন টালিউডের সুপারস্টার। দেব তৃণমূলের সাংসদ, অন্যদিকে মিঠুন চক্রবর্তী আছেন বিজেপির সঙ্গে। কাজেই মিঠুন আর দেব যখন একসঙ্গে এক সিনেমায়, দর্শকদের মধ্যে আলাদা কৌতূহল তো থাকবেই। গত শুক্রবারই মুক্তি পেয়েছে অভিজিৎ সেন পরিচালিত ‘প্রজাপতি’। এ সিনেমায় পাল্লা দিয়ে অভিনয় করেছেন মিঠুন ও দেব।

বাবা গৌর চক্রবর্তীর বয়স সত্তরের কোঠায় হলেও মনের বয়স এখনও যেন কুড়ি ছুঁইছুঁই। সারা বাড়ি ছুটে বেড়াচ্ছেন। রান্নাঘরে খুন্তি নেড়ে ছেলের পছন্দের টিফিন তৈরি করছেন। ভারী মজার মানুষ। মেয়েকে বিয়ে দিয়েছেন। এবার ছেলের বউ আনতে চান ঘরে। এদিকে কাজপাগল ছেলের মন নেই বিয়েতে।

বাবা-ছেলের দুষ্টু-মিষ্টি সমীকরণ ‘প্রজাপতি’। বাবা-ছেলের প্রতিদিনকার খুনসুটি, মসলাদার রাজনৈতিক আলোচনা কিংবা সমাজের প্রথাগত নিয়মের বাইরে গিয়ে জীবনকে উপভোগ করা- মধ্যবিত্ত সংসারের সাধারণ এসব ঘটনাই সিনেমাটিকে দিয়েছে অসাধারণত্ব। আরও অভিনয় করেছেন মমতা শঙ্কর, অম্বরীশ ভট্টাচার্য, খরাজ মুখোপাধ্যায়, কণীনিকা বন্দ্যোপাধ্য়ায় প্রমুখ।

মুক্তির পর থেকেই দর্শকমহলে দারুণ প্রশংসা কুড়াচ্ছে সিনেমাটি। মিঠুনকে নিয়ে সিনেমা তৈরি করতে পেরে দেবও খুব খুশি। দুদিন আগেই দেব জানালেন, দেবের বাবা খাবার সরবরাহ করতেন মিঠুনের শুটিংয়ে। তখন থেকেই মিঠুনের সঙ্গে পরিচয় তাঁর। এখন দেবের বাবা মিঠুনের সিনেমার প্রযোজনা করেন। এখনও তাঁদের সম্পর্কটা অনেক বেশি পারিবারিক। তাই রাজনৈতিক জীবনাচার একেবারেই প্রভাব ফেলছে না তাঁদের মাঝে। জানিয়েছেন, তেমন চিত্রনাট্য হলে আবারও একসঙ্গে সিনেমা হবে তাঁদের। 

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন