ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার কমিউনিটি ক্লিনিক পর্যায়ে বিশেষ কোভিড-১৯ টিকা প্রদান কার্যক্রমের অংশ হিসেবে আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার ৬টি ইউনিয়নের ২০টি কমিউনিটি ক্লিনিকে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজের টিকা দেওয়া হবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল আমিন জানান, আজ উপজেলার ৬টি ইউনিয়নের ২০টি কমিউনিটি ক্লিনিকে ১০ হাজার ব্যক্তিকে টিকা দেওয়া হবে। প্রতিটি ক্লিনিকে পাঁচ শত জনকে টিকা দেওয়া হবে। বৃহস্পতিবার একইভাবে ১০ হাজার টিকা দেওয়া হবে। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে এ কার্যক্রম। গ্রহীতাদের টিকা কার্ড ও জাতীয় পরিচয়পত্র নিয়ে টিকাদান কেন্দ্রে উপস্থিত হতে হবে।