Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

হ্যালোইনে ভয় দেখাবেন মোশাররফ

বিনোদন প্রতিবেদক, ঢাকা

হ্যালোইনে ভয় দেখাবেন মোশাররফ

প্রতিবছরের ৩১ অক্টোবর মানুষের কাঁধে ভর করে ভূত! এদিন ভূত সেজে অনেকে হ্যালোইন উৎসবে শামিল হন। অনেকে বিশ্বাস করেন, মানুষের সান্নিধ্য লাভের আশায় ভূত বা অশরীরী শক্তি এদিন নেমে আসে পৃথিবীর বুকে। কিছুটা আতঙ্ক আর ভয়ের আবহে উদ্‌যাপিত হয় দিনটি। বিশেষ এই দিনে ভক্তদের জন্য দেশি খাবার আর পরিমাণমতো ভূত নিয়ে আসছেন মোশাররফ করিম।

‘আধুনিক বাংলা হোটেল’ ওয়েব সিরিজের প্রমোশনে এমনটাই জানানো হয়েছে। হ্যালোইন উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে সিরিজটি। তিনটি ভিন্ন গল্প নিয়ে সাজানো হয়েছে আধুনিক বাংলা হোটেল। প্রতি সপ্তাহে প্রকাশ পাবে একটি করে পর্ব। ৩০ অক্টোবর রাত ১২টা থেকে চরকিতে দর্শক দেখতে পাবেন প্রথম পর্ব ‘বোয়াল মাছের ঝোল’।

আধুনিক বাংলা হোটেল সিরিজের চিত্রনাট্য ও পরিচালনা করেছেন কাজী আসাদ, গল্প লিখেছেন শরীফুল হাসান। প্রতি গল্পের সঙ্গে রয়েছে খাবারের যোগ। বোয়াল মাছের ঝোল ছাড়াও বাকি দুই পর্বের নাম ‘খাসির পায়া’ ও ‘হাঁসের সালুন’।

আধুনিক বাংলা হোটেল মোশাররফ করিমের প্রথম অ্যান্থোলজি সিরিজ। তিনটি গল্পেই ভিন্নভাবে হাজির হবেন তিনি। মোশাররফ করিম বলেন, ‘সিরিজে আমার চরিত্রগুলোতে দেখা-অদেখার মিশ্রণ রয়েছে। চরিত্রগুলোর কিছু বৈশিষ্ট্য আমাদের আশপাশের মানুষের মধ্যে পাওয়া যায়। আবার কিছু বৈশিষ্ট্য অদেখা। কিছু বিষয় আছে বাইরে থেকে বোঝা যায়। কিন্তু তার মনের মধ্যে যা চলছে, সেটি বোঝার উপায় থাকে না, মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব থাকে। সিরিজে অভিনয় করতে গিয়ে আমার নিজের অনুভূতি-চিন্তা কাজে লাগানোর চেষ্টা করেছি।’

মোশাররফের প্রশংসা করে নির্মাতা কাজী আসাদ বলেন, ‘এ সিরিজের প্রায় সব দৃশ্যের শুটিং হয়েছে রাতে। সারা রাত শুটিং করে সকালে কয়েক ঘণ্টা ঘুমিয়ে আবার শুটিং করেছেন তিনি।’

মোশাররফ করিম ছাড়াও সিরিজের বিভিন্ন পর্বে অভিনয় করেছেন গাজী রাকায়েত, সালাহউদ্দিন লাভলু, শিল্পী সরকার অপু, এ কে আজাদ সেতু, নিদ্রা নেহাসহ অনেকে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ