হোম > ছাপা সংস্করণ

মা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন কাজল

বিনোদন ডেস্ক

২০২০ সালের অক্টোবর মাসে ইন্টেরিয়র ডিজাইনার গৌতম কিসলুর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন কাজল আগারওয়াল। তারপর বেছে বেছে কাজ করছেন কাজল। তাঁর মা হওয়া নিয়ে আগেও গুঞ্জন ছড়িয়েছিল। তখন তিনি বেশ কয়েকটি সিনেমা না করে দেন। ‘ইন্ডিয়ান ২’ ছবিতে কমল হাসানের বিপরীতে অভিনয়ের প্রস্তাব এড়িয়ে যান। এ ছাড়া নাগার্জুনার ‘দ্য ঘোস্ট’ ছবিতেও কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল তাঁকে। সেই প্রস্তাবও ফিরিয়ে দেন তিনি। সম্প্রতি কাজল নিজেই জানিয়েছেন মা হওয়ার খবর। দেখা গেছে কাজলের ‘বেবি বাম্প’। মা হওয়ার প্রস্তুতিতে এখন আর নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন না দক্ষিণ ভারতীয় এই অভিনেত্রী।

কাজল আগারওয়ালের হাতে আছে ‘হেই! সিনামিকা’। দুলকার সালমান ও অদিতি রাও হায়দারিকে দেখা যাবে তাঁর সঙ্গে। রোমান্টিক ঘরানার সিনেমাটি মুক্তি পাবে আগামী ৩ মার্চ। এই বছর মুক্তি পাবে কাজলের আরও কয়েকটি সিনেমা। এর মধ্যে তেলুগু ‘আচার্য’ সিনেমায় প্রথমবার একসঙ্গে দেখা যাবে চিরঞ্জীবি ও রাম চরণকে। কাজলও অভিনয় করেছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। এ ছাড়া আছে ‘কারুনগাপ্পিয়াম’ ও ‘উমা’র মতো আলোচিত সিনেমা।

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসা পেয়েছেন কাজল। ভিসা গ্রহণের পর সেখানকার স্থানীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি এখন মা হওয়ার দায়িত্ব সামলাচ্ছেন। সিনেমা নিয়ে নতুন করে ভাবছেন না। তিনি বলেন, ‘এই বছর যে সিনেমাগুলো মুক্তি পাবে, সেগুলো দেখার অপেক্ষায় আছি।’ অভিনয় নিয়ে কোনো অতৃপ্তি আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এই জীবনে যত কাজ করেছি, সাফল্য পেয়েছি। তৃপ্তি পেয়েছি। তবে সেটাই যথেষ্ট বলে আমি মনে করি না। আরও অনেক কাজ করার জন্য মুখিয়ে আছি। যেমন বিজয় সেতুপতির অভিনয় আমার বেশ লাগে। তাঁর সঙ্গে কখনো কাজ করা হয়নি। তাঁর সঙ্গে অভিনয় করার খুব ইচ্ছা আমার।’

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন