Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

একই সঙ্গে ৩ ছেলের মা হলেন আনসার সদস্য

কুড়িগ্রাম প্রতিনিধি

একই সঙ্গে ৩ ছেলের মা হলেন আনসার সদস্য

একসঙ্গে তিন ছেলের জন্ম দিয়েছেন কুড়িগ্রাম জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) নারী সদস্য রুজিনা খাতুন। গতকাল বুধবার দুপুরে রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের মাধ্যমে তিন সন্তানের জন্ম দেন তিনি।

রুজিনা কুড়িগ্রাম জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভিডিপি সদস্য এবং বাহিনীর হিসাব রক্ষক গোলাম মোস্তফা রাঙ্গার স্ত্রী।

গোলাম মোস্তফা রাঙ্গা জানান, তাঁর বাড়ি লালমনিরহাটের কুলাঘাটে। ২০১৩ সালে কুড়িগ্রামের রাজারহাটের ছিনাই ইউনিয়নের মীরেরবাড়ী গ্রামে রুজিনা খাতুনের সঙ্গে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। বিয়ের পর তাঁদের সন্তান হচ্ছিল না। পরে চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসা নেওয়ার পর তাঁদের প্রথম ছেলে সন্তান হয়। সেই ছেলের বয়স ৪ বছর। এরপর দ্বিতীয় সন্তান নেওয়ার সময়ও সমস্যা দেখা দিলে তারা আবারও চিকিৎসকের শরণাপন্ন হন এবং তার স্ত্রী গর্ভধারণ করেন। দ্বিতীয়বার গর্ভধারণে তিনটি ছেলে সন্তানের জন্ম দেন।

চিকিৎসকের বরাত দিয়ে গোলাম মোস্তফা রাঙ্গা বলেন, ‘বাচ্চাদের ওজন কম এবং দেড় মাস আগে সিজার করায় তাদের হাসপাতালে বিশেষ ব্যবস্থায় রাখা হয়েছে। বর্তমানে তিন সন্তান ও তাদের মা ভালো আছে।’

এদিকে আনসার ও ভিডিপি রংপুর রেঞ্জের পরিচালক আবদুস সামাদ এবং কুড়িগ্রাম জেলা কমান্ড্যান্ট (চ. দা) ইবনুল হক গত বুধবার হাসপাতালে গিয়ে নবজাতক ও তাঁদের মায়ের খোঁজ নিয়েছেন।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ