ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পুরান গ্রামের জহির বয়াতি সহায়তা পেয়েছেন। গত বুধবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে এ সহায়তা দেওয়া হয়। এর আগে গত ১৬ মার্চ তাঁকে নিয়ে দৈনিক আজকের পত্রিকায় ‘ভালো নেই জহির বয়াতি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
জানা গেছে, সংবাদটি দৃষ্টিগোচর হলে ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হামিদুর রহমান ওই দিনই তাঁর প্রতিনিধি পাঠিয়ে পক্ষাঘাতগ্রস্ত জহির বয়াতির খোঁজ-খবর নেন। এরপর তিনি উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল মান্নান, বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আওয়াল খান ও ইউপি সচিব সবুজ কুমার সাহাকে তাঁর কার্যালয়ে ডেকে এনে জহির বয়াতিকে অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা দেওয়ার নির্দেশ দেন।
এরই ধারাবাহিকতায় গত বুধবার রাত নয়টার দিকে বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আওয়াল খান জহির বয়াতির বাড়িতে যান। তিনি ১০ কেজি চাল, ডাল, চিনিসহ খাদ্যসামগ্রী তুলে দেন জহির বয়াতির পরিবারের কাছে। এ সময় তিনি জহির বয়াতিকে বয়স্ক ভাতার কার্ড দেওয়া হবে বলে জানান।
ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হামিদুর রহমান বলেন, জহির বয়াতির জন্য সরকারি খাদ্য সহায়তা, বয়স্ক ভাতার ব্যবস্থা করা হয়েছে। সমাজ সেবা কার্যালয়ের মাধ্যমে তাঁর জন্য ভালো কিছু করার পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, জহির বয়াতি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে গান গেয়েছেন। এখন তিনি পক্ষাঘাতগ্রস্ত। অসুস্থ এ লোকগানের শিল্পী থাকেন ঝুপড়িঘরে, যে ঘরের অবস্থা খুবই করুণ।