লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ছেলে মেহেদি হাসানসহ অন্তঃসত্ত্বা রোকসানা আক্তারের নিখোঁজের ঘটনায় স্বামী আনোয়ার হোসেনসহ সাতজনকে আটক করেছে পুলিশ। গত বুধবার রাত নয়টার দিকে উপজেলার চর রমিজ ইউনিয়নের চর আফজল গ্রাম থেকে তাঁদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘরের মেঝেতে রক্ত লেগে থাকায় ঘটনাটি রহস্যজনক মনে করলে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে আনোয়ার হোসেনসহ সাতজনকে আটক করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে খাওয়া শেষে আনোয়ার ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী রোকসানা একসঙ্গে ঘুমিয়ে পড়েন। কিন্তু সকালে ঘুম থেকে উঠে ছেলে মেহেদিসহ রোকসানাকে বিছানায় দেখা যায়নি। পরে আশপাশে খুঁজেও তাঁদের সন্ধান পাওয়া না গেলে বিষয়টি প্রতিবেশীদের জানানো হয়। একপর্যায়ে আশপাশের লোকজন ঘরে এসে মেঝেতে রক্ত দেখতে পান। পরে প্রতিবেশীরা তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল পৌঁছে ওই দিন দুপুরে ৪ জনকে আটক করে। পরে রাত ৯টার দিকে ঘটনাস্থল থেকে আরও তিনজনকে আটক করা হয়।
সাত নম্বর চর রমিজ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মুজাহিদুল ইসলাম দিদার বলেন, ‘ঘটনাটি রহস্যজনক বলে মনে হচ্ছে। কখন যে মা ও ছেলে নিখোঁজ হয়েছেন তা সঠিকভাবে কেউ বলতে পারছেন না। আবার মেঝেতে থাকা রক্ত থেকে গন্ধ বের হচ্ছে।
রামগতি থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এখন পর্যন্ত সাতজনকে থানায় নিয়ে আসা হয়েছে, তদন্ত চলছে।