Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

কেশবপুরে কৃষক লীগের সম্মেলনে নতুন কমিটি

কেশবপুর প্রতিনিধি

কেশবপুরে কৃষক লীগের সম্মেলনে নতুন কমিটি

কেশবপুর উপজেলা কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়েছে। গত শনিবার রাতে ওই সম্মেলন থেকে সৈয়দ নাহিদ হাসানকে সভাপতি ও রমেশ চন্দ্র দত্তকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। তাঁদের আগামী ৭ দিনের মধ্যে উপজেলা কৃষক লীগের পূর্ণাঙ্গ কমিটি করে জেলা কমিটির কাছে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে শনিবার বিকেলে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ আশরাফ আলী। প্রথম পর্বের অধিবেশনে সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা কৃষক লীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসান। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত।

প্রধান অতিথির বক্তব্য দেন যশোর-৬ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নাজমুল ইসলাম পানু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হালিমা রহমান, বেসরকারি সংস্থা বিষয়ক সম্পাদক মিরুল ইসলাম, সহপ্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম বাদশা, যশোর জেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট শামছুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোশাররফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, পৌর আওয়ামী লীগের সভাপতি মেয়র রফিকুল ইসলাম ও উপজেলা যুবলীগের আহ্বায়ক বি এম শহিদুজ্জামান শহিদ।

দ্বিতীয় অধিবেশনে বিভিন্ন ইউনিয়ন থেকে সম্মেলনে আসা কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে সৈয়দ নাহিদ হাসানকে সভাপতি ও রমেশ চন্দ্র দত্তকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোশাররফ হোসেন।

কৃষকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে অতীতে যাঁরা ভূমিকা রেখেছেন পুনরায় তাঁদের দায়িত্ব দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ