
মির্জাপুরে মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। গত বুধবার কর্মশালার শেষ দিনে প্রশিক্ষণার্থী শিক্ষকদের মধ্যে সনদপত্র বিতরণ করেন ইউএনও মো. হাফিজুর রহমান। এতে ডিজিটাল কনটেন্ট তৈরি ও অনলাইন ক্লাস পরিচালনার বিভিন্ন খুঁটিনাটি বিষয় শেখেন শিক্ষকেরা।
এর আগে গত ৪ সেপ্টেম্বর কর্মশালাটি শুরু হয়।
মাধ্যমিক শিক্ষা অফিসের বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল ল্যাবে আয়োজিত কর্মশালায় উপজেলার মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০ জন শিক্ষক প্রশিক্ষণে অংশ নেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রবীর কুমার চৌধুরী জানান, জাইকার অর্থায়নে শিক্ষকদের এই প্রশিক্ষণ কর্মশালায় ডিজিটাল কনটেন্ট তৈরি ও অনলাইন ক্লাস পরিচালনার ওপর দক্ষতা অর্জন করতে সক্ষমতা অর্জন করেন। প্রশিক্ষণ দেন উপজেলা ভাদগ্রাম কে আর এস ইনস্টিটিউশনের শিক্ষক মহিউদ্দিন দেওয়ান, রাজাবাড়ি উচ্চবিদ্যালয়ের শিক্ষক কলিম আল মামুন ও মির্জাপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ফিরোজ পালুয়ান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুন অর রশিদ বলেন, পর্যায়ক্রমে উপজেলার সব শিক্ষককে এই প্রশিক্ষণ দেওয়া হবে।