Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

কক্ষসংকট, মাঠে বসে পরীক্ষা

কেশবপুর প্রতিনিধি

কক্ষসংকট, মাঠে বসে পরীক্ষা

কেশবপুরের সাতাইশকাটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের অভাবে খেলার মাঠে বসে পরীক্ষা দিতে হয়েছে। গতকাল মঙ্গলবার ওই বিদ্যালয়ের সপ্তম ও দশম শ্রেণির ৮৭ শিক্ষার্থীকে মাটিতে বসিয়ে পরীক্ষা নেওয়ার ঘটনায় অভিভাবক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

সাতাইশকাটি মাধ্যমিক বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ে প্রায় চার শতাধিক শিক্ষার্থী রয়েছে। একই দিনে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষা ছিল।

শ্রেণিকক্ষের পাশাপাশি পর্যাপ্ত আসন না থাকায় বাধ্য হয়েই সপ্তম শ্রেণির ৪৫ জন ও দশম শ্রেণির ৪২ জন ছাত্র-ছাত্রীকে বিদ্যালয়ের খেলার মাঠে বসিয়ে পরীক্ষা নিতে হয়েছে। এদিন শিক্ষার্থীদের তথ্য ও প্রযুক্তি বিষয়ের পরীক্ষা ছিল। বর্তমানে মাধ্যমিকে অর্ধ বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

রোদের মধ্যে প্রচণ্ড গরমে শিক্ষার্থীদের বিদ্যালয়ের খেলার মাঠে মাটিতে বসিয়ে পরীক্ষা নেওয়ায় এলাকায় তীব্র সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে অভিভাবক মহলে এ নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

উপজেলার সাতাইশকাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ বলেন, ‘বিদ্যালয়ে টিনের চালা নষ্ট হয়ে গেছে। এ ছাড়া শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে বসানোর জায়গার সংকট চলছে। এক সঙ্গে ছাত্র-ছাত্রীদের পরীক্ষা নেওয়ার মতো জায়গা না থাকায় মাঠে বসিয়ে পরীক্ষা নিতে বাধ্য হয়েছি। ভবন বরাদ্দের জন্য সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পাঁজিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইয়ার মাহমুদ বলেন, ‘বিদ্যালয়ে ভবন বরাদ্দের জন্য বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হলেও কোনো সাড়া মেলেনি। একসঙ্গে পরীক্ষা হওয়ার কারণে ভবনের অভাবে বিদ্যালয় কর্তৃপক্ষ দুটি শ্রেণির ছাত্র-ছাত্রীদের মাঠে বসিয়ে পরীক্ষা নিয়েছেন।’

কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এম কামরুজ্জামান জাহাঙ্গীর বলেন, ‘আমি নতুন যোগদান করেছি। দ্রুত ওই বিদ্যালয় পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নতুন ভবন বরাদ্দের আবেদন করা হবে।’ 

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ