Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

নতুন পরিচয়ে সোহানা সাবা

বিনোদন প্রতিবেদক, ঢাকা

নতুন পরিচয়ে সোহানা সাবা

বিভিন্ন সময় টিভি অনুষ্ঠান উপস্থাপনার প্রস্তাব পেয়েছিলেন সোহানা সাবা। কিন্তু অভিনয়ের বাইরে গিয়ে উপস্থাপনায় নাম লেখাননি তিনি। করোনাকালে অনলাইনে ‘আড্ডা উইথ সোহানা সাবা’ নামক নিজেই একটি অনুষ্ঠান করেন তিনি। অনুষ্ঠানটি পছন্দ করেছেন দর্শক। এবার তাই টিভি অনুষ্ঠান উপস্থাপনা শুরু করছেন সাবা। আর তাঁর নতুন এই যাত্রা শুরু হচ্ছে বিটিভির একটি নিয়মিত সাপ্তাহিক সেলিব্রেটি শো দিয়ে। অনুষ্ঠানের নাম ‘তারার মেলা’। আজ থেকে প্রতি শনিবার রাত ১১টায় প্রচার হবে ৩০ মিনিটের এই অনুষ্ঠান। অনুষ্ঠানে সাবার অতিথি হয়ে আসবেন দেশের জনপ্রিয় তারকারা। প্রথম পর্বের অতিথি হিসেবে আজ থাকছেন চিত্রনায়ক রিয়াজ। এ ছাড়া সাবার অতিথির চেয়ারে বসবেন মামুনুর রশীদ, জুয়েল আইচ, ওমর সানীসহ অনেকেই।

সাবা বলেন, ‘প্রায় সব চ্যানেলেই সেলিব্রেটি শো হচ্ছে। তাই আমরা চেষ্টা করছি, স্ক্রিপ্টে সীমাবদ্ধ না থেকে ঘরোয়া আড্ডার মতো করে একটি অনুষ্ঠান করতে। সে জন্যই অতিথি হিসেবে তাঁদেরই আমন্ত্রণ জানানো হচ্ছে, যাঁরা আমার দীর্ঘদিনের পরিচিত। তাঁদের সম্পর্কে ভালোভাবে জানি বলেই মন খুলে কথা বলতে পারছি। সব মিলিয়ে এ আয়োজনে কিছুটা হলেও ভিন্নতা চোখে পড়বে।’

‘তারার মেলা’ অনুষ্ঠানে আজ সাবার অতিথি হবেন রিয়াজ‘তারার মেলা’ অনুষ্ঠানটির পরিকল্পনা ও প্রযোজনায় রয়েছেন নূর আনোয়ার রঞ্জু। গ্রন্থনায় সৈকত সালাহউদ্দিন। সাবা উপস্থাপনার প্রস্তাব আগেও পেয়েছেন। এত দিন কেন উপস্থাপনা করেননি। এমন প্রশ্নের উত্তরে সাবা বলেন, ‘এটা সত্যি, আগেও বহুবার টিভি অনুষ্ঠান উপস্থাপনার প্রস্তাব পেয়েছি। কিন্তু তখন অভিনয়ের বাইরে আর কোনো কিছু নিয়ে ভাবিনি। করোনার সময় অনলাইনে ‘‘আড্ডা উইথ সোহানা সাবা’’ অনুষ্ঠানটি উপস্থাপনা করেছি। এর আগে করেছি ‘সাবাস কনফেশন বক্স’। মূলত এ দুটি আয়োজন থেকে উপস্থাপনার প্রতি একধরনের ভালো লাগা তৈরি হয়েছে। তারপরও সব সময় চেয়েছি কাজটি করতে, যেটি দর্শকের কাছে গৎবাঁধা বলে মনে হবে না।’

সাবা অভিনীত দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। নতুন সিনেমাগুলোতে সাবাকে দেখা যাবে নতুন রূপে। সাবা বলেন, ‘চেষ্টা করছি সেই কাজগুলো করার, যেখানে চরিত্রগুলোর মাঝে দর্শক অভিনেত্রী সাবাকে খুঁজে পাবেন। আফজাল হোসেন পরিচালিত “মানিকের লাল কাঁকড়া” ও অরুণা বিশ্বাসের “অসম্ভব” তেমনই দুটি সিনেমা।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ