হোম > ছাপা সংস্করণ

নানান রঙের প্রজাপতি

বেলাল হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চত্বরে একসময় রঙিন ডানা মেলে উড়ত ১২০ প্রজাতির প্রজাপতি! এখন  মাত্র ৫২টি প্রজাতির অস্তিত্ব খুঁজে পাওয়া যায় এখানে। আঙিনা ও আকাশ রাঙানো এই পতঙ্গ ঘিরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল প্রজাপতি উৎসব। এই আয়োজনের নাম প্রজাপতি মেলা।

‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ স্লোগানে প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখার আয়োজনে সম্পন্ন হয়েছে দিনব্যাপী এ মেলা। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে মেলার উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক শেখ মঞ্জুরুল হক। মেলা উপলক্ষে প্রজাপতির ডানা ঝাপটানো দেখতে বিশ্ববিদ্যালয়ে ভিড় জমিয়েছিলেন হাজারো মানুষ। ছুটির দিনে রঙিন প্রজাপতিতে মুগ্ধ ছিল কর্মব্যস্ত নগরবাসী।

আয়োজকেরা জানান, আনুষ্ঠানিকতা কিংবা দরদবোধ নয়, প্রকৃতির প্রতি দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ। বহুরঙা এই আয়োজনে দক্ষিণ এশিয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ই মাইলফলক।

উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক শেখ মঞ্জুরুল হক বলেন, ‘আমরা চিন্তা করছি, বিশ্ববিদ্যালয়ের একটি নির্দিষ্ট জায়গাকে শুধু প্রজাপতির জন্য নির্দিষ্ট করে দেওয়া যায় কি না।’

অনেকে এসেছিলেন সন্তানদের নিয়ে মেলায় ঘুরতে। কেউ এসেছেন এবারের মেলার চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য। কেউবা শুধুই প্রজাপতি দেখতে এসেছিলেন।

সাভারের অরুণাপল্লি এলাকা থেকে নার্সারি শ্রেণির ছাত্র শারান মেলায় এসেছে তার বাবার সঙ্গে। শারান বলে, ‘অনেক রঙের প্রজাপতি দেখেছি, ছবি এঁকেছি। মেলায় এসে আমার ভালো লাগছে।’

তৃতীয় শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদৌস রুম্পা বলেন, ‘অনেক প্রজাপতি দেখেছি। প্রজাপতির ছবিও এঁকেছি আমি।’

ঢাকার মোহাম্মদপুর থেকে প্রজাপতি মেলা দেখতে আসা এক দর্শনার্থী পরিবার জানাল, ‘আমরা এর আগে শুনেছিলাম, এখানে প্রজাপতি মেলা হয়। এটা জানার পর ছেলেমেয়েরা মেলায় আসতে আবদার করে। ছুটির দিনে একটি সুন্দর বিষয় ছেলেমেয়েদের দেখাতে পেরে অনেক ভালো লাগছে।’

প্রজাপতি মেলার আহ্বায়ক অধ্যাপক মনোয়ার হোসেন বলেন, ‘প্রজাপতি সংরক্ষণে আমাদের সবাইকে সচেতন হতে হবে। প্রজাপতি ছোট পতঙ্গ হলেও পরাগায়নে সহযোগিতার মাধ্যমে আমাদের বনাঞ্চল টিকিয়ে রাখে। এই মেলার মধ্য দিয়ে আমরা যেন প্রকৃতিতে ফিরে যাই। আমাদের উন্নয়ন যেন প্রকৃতি ধ্বংস করে না হয়। প্রকৃতিকে আমাদের রক্ষা করতে হবে, এর কোনো বিকল্প নেই।’

মেলায় দিনব্যাপী জীবন্ত প্রজাপতি প্রদর্শন, প্রজাপতিবিষয়ক ছবি আঁকা, কুইজ প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা, প্রজাপতির হাট দর্শন, প্রজাপতির আদলে ঘুড়ি ওড়ানো, বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা, প্রজাপতি চেনা প্রতিযোগিতা এবং প্রজাপতিবিষয়ক ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। নতুন করে এবারের মেলায় যুক্ত করা হয় প্রজাপতির গল্পে পাপেট শো।

এবারের প্রজাপতি মেলায় প্রকৃতি সংরক্ষণে সার্বিক অবদানের জন্য ‘তরুপল্লব’ সংগঠনকে ‘বাটারফ্লাই অ্যাওয়ার্ড-২০২২’ প্রদান করা হয়। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী দীপ্ত বিশ্বাসকে দেওয়া হয় ‘বাটারফ্লাই ইয়াং ইনথুসিয়াস্ট’ অ্যাওয়ার্ড।

২০১০ সাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রজাপতি মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন