Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

দেহাবশেষ পায়রাবন্দে এনে সমাহিতের দাবি

প্রদীপ কুমার গোস্বামী, মিঠাপুকুর (রংপুর)

দেহাবশেষ পায়রাবন্দে এনে সমাহিতের দাবি

নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার দেহাবশেষ ভারত থেকে এনে তাঁর জন্মস্থান পায়রাবন্দে সমাহিত করার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। সেই সঙ্গে তাঁরা বন্ধ হয়ে যাওয়া স্মৃতিকেন্দ্র এবং সদ্য নির্মিত মা ও শিশু হাসপাতাল চালুর আহ্বান জানিয়েছেন।

রোকেয়ার জন্ম ও মৃত্যু দিবস ৯ ডিসেম্বর উপলক্ষে এসব দাবি পুনরায় সামনে এসেছে।

মহীয়সী নারী রোকেয়া ১৮৮০ সালের আজকের এদিনে রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে জন্ম গ্রহণ করেন এবং ১৯৩২ সালের একই দিনে মারা যান। প্রতিবছর এদিনটি রোকেয়া দিবস হিসেবে পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে অন্যবারের মতো এবারও পায়রাবন্দে স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণসহ তিন দিনব্যাপী রোকেয়া মেলার আয়োজন করা হয়েছে।

বেগম রোকেয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম দুলাল বলেন, রোকেয়ার আঁতুড়ঘর হিসেবে পরিচিত পায়রাবন্দে আমলাতান্ত্রিক জটিলতায় উন্নয়নের প্রজ্বলিত আলো নিভিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এখানে রোকেয়া স্মৃতিকেন্দ্র প্রতিষ্ঠা, পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয় সরকারীকরণ, মা ও শিশু হাসপাতাল নির্মাণ এবং প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্ত হলেও স্মৃতিকেন্দ্রের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। মা ও শিশু হাসপাতালে জনবল নিয়োগ না দেওয়ায় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন পায়রাবন্দবাসী।

উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাসরীন দিলারা আফরোজ পল্লবী জানান, রোকেয়াকে নিয়ে গবেষণা ও স্থানীয় নারীদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যে স্মৃতিকেন্দ্রটি প্রতিষ্ঠা করা হয়। কিন্তু রহস্যজনক কারণে এর সব কার্যক্রম বন্ধ রয়েছে। তিনি প্রতিষ্ঠানটি সচল করার দাবি জানান।

এদিকে রোকেয়া দিবস উপলক্ষে সড়ক সংস্কার এবং মহাবিদ্যালয় মাঠে মঞ্চ তৈরি করা হয়েছে। তিন দিনের রোকেয়া মেলায় বিভিন্ন পণ্য বিক্রির জন্য দোকান দিয়েছেন অনেক ব্যবসায়ী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমাতুজ জোহরা বলেন, ‘আমি প্রথম নারী ইউএনও হিসেবে এ উপজেলায় যোগদান করি। এখন চিত্রলেখা নাজনীন প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে রংপুরে যোগদান করেছেন। রোকেয়া দিবসে এবারের আয়োজন বিগত দিনের তুলনায় একটু হলেও ভালো হবে।’

ভাতিজির ক্ষোভ: রোকেয়ার সৎভাই মসিহুজ্জামান সাবেরের মেয়ে রনজিনা সাবের সঙ্গে কথা হয় উপজেলার খোর্দ মুরাদপুর গ্রামে।

অবসরপ্রাপ্ত এই শিক্ষক জানান, তাঁদের ৩০ শতক জমি প্রত্নতত্ত্ব বিভাগ দখলে নিয়ে সাইনবোর্ডে লাগিয়ে দিয়েছে। তিনি বলেন, ‘জমি দিতে রাজি, তবে সরকার আমাদের থেকে অধিগ্রহণ করে নিতে হবে। আমার ছেলে এমএ পাস করার পর চাকরির জন্য কতজনের দ্বারে ধরনা দিয়েছি, কিন্তু চাকরি জোটেনি। ছেলেটি এখন কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। রোকেয়ার অনুষ্ঠানের মঞ্চে বসার চেয়ার পাই না। ৯ ডিসেম্বর এলেই লাফালাফি শুরু হয়। অনুষ্ঠান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রোকেয়াও হারিয়ে যায়।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ