কক্সবাজারের পেকুয়ায় সড়ক ও জনপথ বিভাগের জমিতে অবৈধভাবে নির্মিত ৮৭টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার মগনামা ইউনিয়নের লঞ্চঘাট স্টেশনে অভিযান চালিয়ে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়।
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোয়ারা বেগম অভিযানে নেতৃত্বে দেন।
এ সময় মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস চৌধুরী, পুলিশ, গ্রাম পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোয়ারা বেগম বলেন, ‘সাবমেরিন নৌঘাঁটির (বানৌজা শেখ হাসিনা) সংযোগ সড়কের জন্য অধিগ্রহণ করা জমি অবৈধভাবে দখল করে স্থাপনা তৈরি করা হয়েছিল। লিখিত নোটিশ দিলেও দখলদারেরা তা সরিয়ে নেয়নি। তাই আমরা অভিযান চালিয়ে স্থাপনাগুলো উচ্ছেদ করেছি।’