Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ

বিনম্র শ্রদ্ধায় মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেছে জাতি। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার ভোর থেকেই মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এবং রায়েরবাজার বধ্যভূমি এলাকায় জনমানুষের ঢল নামে। এ সময় সবার কণ্ঠেই ছিল দেশ গড়ার শপথ। বুদ্ধিজীবী হত্যায় জড়িত পলাতক ব্যক্তিদের দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিও জানান তাঁরা।

পরাজয় নিশ্চিত জেনে ১৯৭১ সালের এই দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী এবং তার দোসর রাজাকার, আলবদর ও আলশামস মিলিতভাবে পরিকল্পনা করে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে।

দিবসটি উপলক্ষে সব সরকারি-বেসরকারি অফিসে গতকাল সকালে কালো পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন, শোক র‍্যালি, শ্রদ্ধা নিবেদন, চিত্রাঙ্কন, সাধারণ জ্ঞান ও হাতের লেখা প্রতিযোগিতা, মিলাদ, দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গতকাল শ্রদ্ধা নিবেদন শুরু হয় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে। করোনাভাইরাসের মহামারির কারণে গত বছরের মতো এবারও রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সরাসরি উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করেননি। তাঁদের পক্ষে সামরিক সচিবেরা শ্রদ্ধা জানান। গতকাল সকাল ৭টার পর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন তাঁর সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাউদ্দিন ইসলাম। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন তাঁর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী। পরে জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এরপর আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। রায়েরবাজার বধ্যভূমিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আওয়ামী লীগের নেতারা শ্রদ্ধা জানান।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ