কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আবারও লৌহজং উপজেলার মেদিনী মন্ডল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আশরাফ হোসেন। পদ্মা সেতুর গোড়ার এ ইউনিয়নটিতে এ নিয়ে তিনি দ্বিতীয়বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হলেন। ।’
জানা যায়, চতুর্থ ধাপের নির্বাচনে এ ইউনিয়ন থেকে একমাত্র আশরাফ হোসেন মনোনয়ন পত্র জমা দেন। এর আগে তিনি আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকের মনোনয়ন পত্র লাভ করেন।
নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল আউয়াল জানিয়েছেন, ইউনিয়নটিতে একজনই চেয়ারম্যান হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছে। যাচাই-বাছাই শেষে তাঁকে বেসরকারিভাবে চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে।