সিলেট প্রতিনিধি
নানা আয়োজনে আর উৎসবমুখর পরিবেশে সিলেটে উদ্যাপিত হয়েছে খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব বড়দিন। এ উপলক্ষে নগরীর গির্জাগুলো সাজানো হয় নানা সাজে। বড়দিনের আয়োজনে নগরীর নয়াসড়কে অবস্থিত প্রেসবিটারিয়ান চার্চে উৎসবে শামিল হন সিলেটের রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
গতকাল শনিবার সকালে কেক কেটে উৎসবের সূচনা করেন সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বড় দিনের আয়োজনকে বর্ণিল করে তুলতে সিলেট প্রেসবিটারিয়ান চার্চের সামনে দুটি ক্রিসমাস ট্রি সাজানো হয় রংবেরঙের লাইট দিয়ে। চার্চসহ আশপাশের এলাকায়ও করা হয় আলোকসজ্জা।
নয়াসড়ক প্রেসবিটারিয়ান চার্চের পুরোহিত ডিকন নিঝুম সাংমা জানান, বড়দিন উপলক্ষে গতকাল শনিবার বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ব শান্তি ও সব ধর্মের মানুষের মঙ্গল কামনা করা হয়।
কেক কাটার সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদার, সিসিক কাউন্সিলর মখলিছুর রহমান কামরান, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরমান আহমদ শিপলু, উপদপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্তী, চার্চের কার্যনির্বাহী কমিটির সভাপতি ডিকন নিঝুম সাংমা, ফিলিপ বিশ্বাস প্রমুখ।