হোম > ছাপা সংস্করণ

সড়কে ফাটলের কারণ ‘নিম্নমানের কাজ’

রাতুল মণ্ডল, শ্রীপুর (গাজীপুর) 

গাজীপুর মহানগরীর ২৮ নম্বর ওয়ার্ডের রাজদীঘির পশ্চিমপাড় থেকে টাংকিরপাড় পর্যন্ত পৌনে এক কিলোমিটার সড়ক নির্মাণের দুই মাসের মাথায় বড় ফাটল দেখা দিয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, নিম্নমানের উপকরণ দিয়ে সড়ক তৈরি করায় এ ভাঙন দেখা দিয়েছে।

এত অল্প সময়ে নতুন সড়কে ভাঙন শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ বলছেন তড়িঘড়ি করে সড়ক নির্মাণ করার ফলে কাজের মান নিয়ন্ত্রণ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান।

সরেজমিন ঘুরে দেখা গেছে, সদ্য নির্মাণ করা পাকা সড়কটির পূর্বপাশে রাজদীঘির পাড়ের অংশে ফাটল দেখা দিয়েছে। এতে রাস্তাটি নিচের দিকে দেবে গেছে। গত সপ্তাহেই এই ফাটলটি দেখা যায় বলে জানান স্থানীয়রা।

রাজদীঘির পশ্চিমপাড়ের বাসিন্দা আলী নেওয়াজ বলেন, ‘মাত্র দুই মাস হলো রাস্তার কাজ শেষ হয়েছে। আর এত তাড়াতাড়ি রাস্তাটি ভেঙেও যাচ্ছে। নিশ্চয়ই রাস্তার কাজে ভালো উপকরণ ব্যবহার করা হয়নি।’

স্থানীয় স্কুলশিক্ষক ইসমাইল হোসেন বলেন, ‘এই সড়ক দিয়ে হাজার হাজার মানুষ চলাচল করেন। এত টাকা খরচ করে রাস্তা করা হলো। অথচ দুই মাসের মধ্যেই ভাঙন শুরু হলো। এই বর্ষায় পুরো রাস্তা ভেঙে দীঘিতে চলে যাবে।’

স্থানীয় বাসিন্দা আজিজ রহমান বলেন, ‘গত দেড় বছর ধরে এটুকু রাস্তার কাজ হচ্ছে। শেষ হলো মাত্র দুই মাস, এরই মধ্যে ভাঙন শুরু। শুরুটা কাজটা ভালো করেই করা হচ্ছিল। পরবর্তীতে তড়িঘড়ি করে রাস্তায় কাজ করা হয়। বিশেষ করে বিদ্যুতের খুঁটির কাছে রোলার দিয়ে কাজ করা যায়নি। এ জন্য সেখান থেকেই ফাটল শুরু হয়েছে।’

স্থানীয় বাসিন্দা একরামুল হক বলেন, ‘রাস্তা করার সময় রাজদীঘির পাড়ের অংশে কোনো ধরনের বাঁধ না দিয়েই মাটি ভরাট করা হয়েছে। এ জন্যই রাস্তায় ফাটল শুরু হয়েছে।’

গাজীপুর সিটি করপোরেশনে নির্বাহী প্রকৌশলী শামসুজ্জামান বলেন, ‘রাস্তাটির পাড়ের অংশে ফাটলের বিষয়টি জেনেছি। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রাস্তাটি দেখার জন্য লোক পাঠানো হয়েছে।’

গাজীপুর মহানগরীর ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসান আজমল ভূঁইয়া বলেন, ‘রাস্তাটি নির্মাণ করার জন্য দীঘির পাড়ের অংশে মাটি ভরাট করা হয়েছে। যার কারণে বৃষ্টিতে রাস্তাটিতে ফাটল দেখা দিয়েছে।’ রাস্তাটিতে কী নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে এমন প্রশ্নে তিনি বলেন, ‘না। সড়কের কাজ ঠিকমতোই হয়েছে। এ বিষয়ে প্রকৌশলী ভালো বলতে পারবেন।’

গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন এ বিষয়ে বলেন, ‘বিষয়টি জানা নেই। তবে খোঁজ খবর নিয়ে বিস্তারিত জানব। কি কারণে এত অল্প সময়ে রাস্তায় ফাটল দেখা দিল খোঁজ খবর নিয়ে দেখব।’

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন