হোম > ছাপা সংস্করণ

লক্ষ্যমাত্রার বেশি মানুষকে টিকা

আজকের পত্রিকা ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সারা দেশের মতো গাজীপুরে করোনাভাইরাসের গণটিকা দেওয়া হয়েছে। সরকারি লক্ষ্যমাত্রার অতিরিক্ত সংখ্যক মানুষকে গতকাল টিকা দেওয়া হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর।

গাজীপুর: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গাজীপুরে বিপুল উৎসাহের সঙ্গে গণটিকা দেওয়া হয়েছে। গাজীপুরের সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান জানান, গতকাল জেলায় মোট ২ লাখ ২৬ হাজার ৪৩৫ জনকে গণটিকা কার্যক্রমে অংশ নিয়ে টিকা গ্রহণের জন্য ম্যাসেজ পাঠানো হয়। অপরদিকে জেলায় সরকারি লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ১৩ হাজার জনকে টিকা দিতে হবে। জেলা স্বাস্থ্য বিভাগের কর্মতৎপরতায় চেয়ে বেশি মানুষকে টিকা দেওয়া সম্ভব হয়েছে।

সিভিল সার্জন জানান, এদিন জেলার ৩৯টি ইউনিয়নের মধ্যে (মঙ্গলবার রাত সোয়া ৮টা) এ রিপোর্ট লেখার সময়ে ৩৪ টি ইউনিয়ন এবং গাজীপুর মহানগরীর ৫৭টি ওয়ার্ডের মধ্যে ৩৭টি ওয়ার্ড থেকে প্রাপ্ত তথ্য মতে ১ লাখ ২১ হাজার ১৭৫ জনকে টিকা দেওয়া হয়েছে। এ ছাড়া অবশিষ্ট এলাকায় রাতেও টিকাদানের কাজ চলছিল। সিভিল সার্জন আরও জানান, আজ বুধবার মহানগরীর ৫৭টি ওয়ার্ডে গতকালের ন্যায় একই নিয়মে গণটিকা দেওয়া হবে।

টঙ্গী: গাজীপুরের টঙ্গী হাজী কছিমউদ্দিন পাবলিক স্কুলে গতকাল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কোভিড-১৯ গণটিকা কর্মসূচি পালিত হয়েছে। গাজীপুর সিটি করপোরেশনের ৫৪নং ওয়ার্ডের নানা শ্রেণি পেশার শত শত নাগরিক সামাজিক দূরত্ব বজায় রেখে টিকা গ্রহণ করেন। গণটিকা কার্যক্রম উদ্বোধন করে টঙ্গী পশ্চিম থানা আওয়ামী লীগ নেতা এম এম হেলাল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশন টঙ্গী অঞ্চল-১-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম সোহরাব হোসেন, সহকারী কর কর্মকর্তা সৈকত পাঠান, আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, মা্ওলানা জিয়াউদ্দিন, সোহেল রানা, সিদ্দিকুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা

শ্রীপুর: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধানে ৩১টি কেন্দ্রের মাধ্যমে গণটিকাদান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় পঞ্চাশ হাজার মানুষকে করোনা ভাইরাসের টিকা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে এই টিকাদান কর্মসূচি শুরু হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, উপজেলার বিভিন্ন টিকাদান কেন্দ্রগুলোতে ঘুরে ঘুরে মনিটরিং করা হয়েছে। সুন্দর ভাবে গণটিকাদান কর্মসূচি শেষ হয়েছে।

কালিয়াকৈর: কালিয়াকৈরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কালিয়াকৈরে ৩০ হাজার লোককে করোনাভাইরাসের টিকা দিতে ১১টি বিশেষ ক্যাম্প থেকে কার্যক্রম পরিচালনা করা হয়। গতকাল সারা দিনব্যাপী উপজেলার নয়টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এ টিকা দেওয়া হয়। কালিয়াকৈর পৌরসভার বিশেষ টিকা ক্যাম্প উদ্বোধন করেন পৌরসভার মেয়র মো. মজিবুর রহমান।

কাপাসিয়া: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কাপাসিয়ায় দেশব্যাপী গণটিকার অংশ হিসেবে কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়ন পরিষদে টিকা দেওয়া হয়েছে। এ কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মিলন।

গতকাল দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম গোলাম মোর্শেদ খান, বিশেষ অতিথি হিসেবে সহকারী কমিশনার ভূমি রুবাইয়া ইয়াসমিন, সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান সার্বিক তত্ত্বাবধান করেন।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন