নাগাল্যান্ডের ঘটনার জেরে ভারতে নতুন করে দাবি উঠেছে সশস্ত্র বাহিনীর বিশেষ অধিকার আইন (আফস্পা) প্রত্যাহারের। ইতিমধ্যে নাগাল্যান্ড ও মেঘালয় সরকার আফস্পা প্রত্যাহারের দাবি তুলেছে। অবশ্য আফস্পা প্রত্যাহার নিয়ে এখনো নীরব কেন্দ্রীয় সরকার। উত্তর-পূর্ব ভারতের বেশির ভাগ আঞ্চলিক দল সেনাবাহিনীর এই বিশেষ ক্ষমতার বিরোধী।
ভারতের সামরিক বাহিনীর হাতে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে আফস্পায়। এই আইন, সশস্ত্র বাহিনীকে যেকোনো ‘অশান্ত এলাকায়’ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ক্ষমতা দেয়।
নাগাল্যান্ডে জঙ্গি সন্দেহে ১৪ জন শ্রমিক নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হওয়ার পর নতুন করে দাবি উঠেছে আফস্পা আইন বাতিলের।