হোম > ছাপা সংস্করণ

৭৫তম কান চলচ্চিত্র উৎসব

কান উৎসবের ইতিহাসে প্রতিযোগিতা শাখায় প্রথমবারের মতো এবার নারী পরিচালকদের রেকর্ডসংখ্যক পাঁচটি সিনেমা জায়গা করে নিয়েছে।

এবার উৎসবের প্রথম দিন থেকেই রাশিয়া ও ইউক্রেন ইস্যু নিয়ে কথা হয়েছে। উদ্বোধনী দিনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিশ্বজুড়ে সবার সমর্থনের জন্য আবেদন জানিয়েছেন।

দ্বিতীয় দিন আলোচনায় ছিলেন হলিউডের সুপারস্টার টম ক্রুজ। ৩০ বছর পর তিনি কান উৎসবে এসেছিলেন। তাঁর ‘টপ গান: ম্যাভেরিক’ সিনেমার উদ্বোধনী প্রদর্শনী হয়।

উৎসবের তৃতীয় দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’-এর ট্রেলার প্রদর্শিত হয়। একই দিন দেখানো হয় অনন্ত জলিলের ‘দিন : দ্য ডে’ ও ‘নেত্রী: দ্য লিডার’ সিনেমার ট্রেলার।

এবারের উৎসবে বিশেষ সম্মান দেওয়া হয়েছে ভারতকে। ‘কান্ট্রি অব অনার’ হিসেবে বেছে নেওয়া হয়েছে দেশটিকে। ভারত-ফ্রান্সের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছরপূর্তি উপলক্ষেই ভারতকে এই সম্মান দিয়েছে ফ্রান্স। উৎসবে একাধিক ভারতীয় সিনেমা প্রদর্শিত হয়েছে।

প্রথমবারের মতো বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন কানের বিচারকের দায়িত্ব পালন করেছেন।

ফ্রান্সের নারীবাদী আন্দোলনে যুক্ত ১০ সদস্য একটি লম্বা ব্যানার ধরে এক হাতের মুঠো উঁচু করে দাঁড়িয়েছিলেন। ব্যানারে দেখা গেছে ১২৯ জন নারীর নাম, যাঁরা বিভিন্ন সময়ে গৃহনির্যাতনের কারণে মারা গেছেন।

এবার কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় অভিনব কায়দায় প্রতিবাদ করে তোলপাড় সৃষ্টি করেছেন এক নারী। তাঁর বুক থেকে পেট পর্যন্ত দেখা গেছে ইউক্রেনের জাতীয় পতাকার নীল ও হলুদ রং। তাতে লেখা ছিল, ‘আমাদের ধর্ষণ বন্ধ করুন।’

কান উৎসবে অফিশিয়াল সিলেকশনে প্রথমবার জায়গা পেয়েছে পাকিস্তানি সিনেমা ‘জয়ল্যান্ড’। প্রথমবারই তাক লাগিয়েছে। পাকিস্তানের তরুণ নির্মাতা সায়েম সাদিক সিনেমাটির জন্য জিতেছেন আঁ সার্তে রিগা জুরি পুরস্কার।

এবারের কান উৎসবে সবচেয়ে বেশি সময় ধরে অভিবাদন পেয়েছে ‘এলভিস’ সিনেমাটি। এলভিস প্রিসলির এই বায়োপিক টানা ১০ মিনিট অভিবাদন পেয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৮ মিনিটের অভিবাদন পেয়েছে মূল প্রতিযোগিতা শাখায় নির্বাচিত ‘ট্রায়াঙ্গেল অব স্যাডনেস’।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ