Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

অজ্ঞান পার্টি কেড়ে নিল কলেজশিক্ষকের প্রাণ

ডুমুরিয়া প্রতিনিধি

অজ্ঞান পার্টি কেড়ে নিল কলেজশিক্ষকের প্রাণ

অজ্ঞান পার্টির কবলে পড়ে অচেতন হয়ে পড়া কলেজশিক্ষক এস এম নাজমুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল সোমবার বেলা সাড়ে ১০টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। নাজমুল ইসলাম চুকনগর ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।

চুকনগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম ব্রাউন জানান, রোববার কলেজের ক্লাস শেষ করে বেলা ১টার দিকে ব্যাংক থেকে ৭০ হাজার টাকা উত্তোলন করেন তিনি। এরপর টাকা নিয়ে খুলনা ন্যাশনাল ইউনিভার্সিটিতে খাতা আনতে যাওয়ার জন্য চুকনগর বাজার থেকে বাসে ওঠেন। পথিমধ্যে তিনি অজ্ঞান পার্টির কবলে পড়েন।

অজ্ঞান পার্টির সদস্যরা তাঁকে অজ্ঞান করে টাকা নিয়ে যায়।

বেলা ৩টার দিকে বাস খুলনায় পৌঁছালে বাসের লোকজন তাঁকে সিটের ওপর পড়ে থাকতে দেখে এবং অজ্ঞান অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বেলা সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

এদিকে অধ্যাপক নাজমুল ইসলামের মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে চুকনগর কলেজে কর্মরত শিক্ষক কর্মচারীরা এক শোক বিবৃতি দিয়েছেন। বিবৃতিদাতারা হলেন কলেজ অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম ব্রাউন, অধ্যাপক এনামুল হক, অধ্যাপক আবদুল হাফিজ মাহমুদ, অধ্যাপক আবুল কালাম আজাদ, অধ্যাপক কল্যাণ কান্তি হালদার, অধ্যাপক আনিসুর রহমান, প্রভাষক আবদুল গাফফার, নিকুঞ্জ বিহারি মণ্ডল, মো. রুমেল হোসেন প্রমুখ। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান জানায়, বিষয়টি তিনি জানেন। তবে খুলনার সোনাডাঙ্গা থানায় মামলা হওয়ার কথা।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ