পদোন্নতি, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে বান্দরবান ও রাঙামাটিতে প্রশাসনের কর্মচারীরা কর্মবিরতি পালন করেছেন। গতকাল বুধবার বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হয়।
সংগঠনের নেতারা জানান, এ কর্মসূচি ২৪ মার্চ পর্যন্ত চলবে। এর মধ্যে দাবি আদায় না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তাঁরা।
আন্দোলনকারীরা বলেন, সরকারি কার্যালয়গুলোর কর্মচারীদের পদ-পদবিসহ বেতন স্কেল ও মর্যাদা বৃদ্ধি করা হয়েছে। অথচ একই পদে থাকা জেলা ও উপজেলা প্রশাসন, ভূমি কার্যালয়ের কর্মচারীদের জন্য তা করা হয়নি। এতে মর্যাদাহানিসহ বঞ্চনার শিকার হচ্ছেন এ কর্মচারীরা।
এদিকে কর্মবিরতির কারণে ভ্রাম্যমাণ আদালত, ফাইল স্থানান্তর, ভূমি, নেজারতসহ প্রশাসনের প্রায় শাখার কার্যক্রম স্থগিত হয়ে পড়ে। এতে দুর্ভোগে পড়েন দূর-দূরান্ত থেকে আসা সেবাপ্রত্যাশীরা।
বান্দরবান প্রতিনিধি জানান, গতকাল সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অবস্থান নেন আন্দোলনকারীরা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাকাসস জেলা সভাপতি আবদুল্লাহ আল মামুন চৌধুরী, সহসভাপতি উদয় রঞ্জন ধর ও মো. বাবর, সাধারণ সম্পাদক সুমন পাল, সাংগঠনিক সম্পাদক সৌরভ দাশ, অর্থ সম্পাদক আজিজুর রহমান। এতে অংশ নেন জেলা প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভূমি কার্যালয়ের কর্মচারীরা।
জেলা সভাপতি বলেন, একই প্রশাসনে কর্মরত তহশিলদার ও সহকারী তহশিলদার পদবি পরিবর্তন এবং বেতন স্কেল পাঁচ ধাপ ওপরে নির্ধারণ করা হয়েছে। তাঁদের বিষয়টি নিয়ে বারবার আশ্বাস দিলেও সেটা বাস্তবায়ন করা হচ্ছে না।
এদিকে রাঙামাটি প্রতিনিধি জানান, রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয়ে আব্দুল আলী মঞ্চে অবস্থান নিয়ে গতকাল সকাল থেকে কর্মবিরতি করেন জেলা প্রশাসনের কর্মচারীরা।
বাকাসসের রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বলেন, ‘সরকার বিভিন্ন সময় আমাদের পদোন্নতিসহ বেতন-ভাতা বৃদ্ধির আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করছে না। এর প্রতিবাদ ও দাবি বাস্তবায়নের জন্য সারা দেশে কর্মবিরতি পালন করা হচ্ছে। এ কর্মসূচি ২৪ মার্চ পর্যন্ত চলবে।’ দাবি মানা না হলে কর্মসূচি বৃদ্ধি করা হতে পারে বলে তিনি জানান।