খাবার টেবিলের সৌন্দর্য অনেকাংশে বাড়িয়ে তোলে রানার। জামদানি, কাতান, সুতি, সিল্ক, বাঁশের চিক, পাট, উল ইত্যাদি বিভিন্ন উপাদানে তৈরি রানার বাজারে পাওয়া যায়। রানারে বিভিন্ন ফুলেল নকশা, জ্যামিতিক নকশা, এমব্রয়ডারির কাজ ইত্যাদি থাকে। কাঁথা সেলাইয়ের রানারও কেনেন অনেকে। সুন্দর ও আকর্ষণীয় সব ধরনের রানার কেবল খাবার টেবিলে নয়, ছোট ক্যাবিনেট, বড় বাক্স, ট্রাঙ্ক কিংবা সেন্টার টেবিলেও বিছানো যায়। এতে ঘরে আসে নতুনত্ব। রানারের সৌন্দর্য ধরে রাখতে এবং বেশি দিন ভালো রাখতে এর সঠিক যত্ন নিতে হবে।