ফেঞ্চুগঞ্জ উপজেলা সাবরেজিস্ট্রার অফিস। উপজেলা সদরের এই গুরুত্বপূর্ণ অফিসটি এত দিন ছিল অস্থায়ী ভবনে। ভূমি নিয়ে কাজ করা অফিসের ছিল না নিজের ভূমি। এই সমস্যা সমাধানে এগিয়ে এসেছেন উপজেলার মল্লিকপুর গ্রামের আতিকুর রহমান মিঠু। সাবরেজিস্ট্রার অফিসের জন্য তিনি ভূমি দান করেছেন।
ফেঞ্চুগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার জাকির হোসেন বলেন, সাব-রেজিস্ট্রার অফিসের নিজস্ব জমি ও ভবন ছিল না। ভবন নির্মাণের জন্য ৩৩ শতক ভূমি বিনা বিনিময়ে গত বৃহস্পতিবার নামজারি করে দেন আতিকুর।
জমিদাতা আতিকুর রহমান মিঠু বলেন, ‘আমি কিছুদিন আগে একটা কাজে সাবরেজিস্ট্রার অফিসে যাই। অফিস কর্মকর্তারা অস্থায়ী ভবনের সমস্যার কথা জানালে আমি ভূমি দানের আশ্বাস দিই। পরে পরিবার সদস্যদের সঙ্গে আলোচনা করে ফেঞ্চুগঞ্জ সেতুর টোল প্লাজার পাশে ৩৩ শতক ভূমি বিনা মূল্যে দান করি। বৃহস্পতিবার নামজারি করে দিই।’