ঠাকুরগাঁও প্রতিনিধি
ফুটবলে উন্নত প্রশিক্ষণের জন্য পর্তুগালে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের মেয়ে কাকলী আক্তার রানী। সে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনূর্ধ্ব-১৭) দক্ষতার পরিচয় দেওয়ায় এ প্রশিক্ষণের সুযোগ পেয়েছে।
কাকলী ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলা দলের হয়ে টুর্নামেন্টে অংশ নেয়। সে রাণীশংকৈল পৌর শহরের আবুল কাশেম ও বানেসা বেগমের মেয়ে। তিন ছেলে ও দুই মেয়ের মধ্যে কাকলী চতুর্থ। সে স্থানীয় একটি বিদ্যালয়ে নবম শ্রেণির শিক্ষার্থী।
জানা গেছে, কাকলীর সঙ্গে পর্তুগাল যাচ্ছে রংপুরের পালিচড়া গ্রামের নাসরিন, মৌরাশি, রেখা আক্তার, শাম্মি আক্তার, খাগড়াছড়ির সেনারি চাকমাসহ ১১ ফুটবলকন্যা।
কাকলী বলে, ‘প্রশিক্ষণে ফুটবল সম্পর্কে শিখতে চাই অনেক কিছু।’
কাকলীর বাবা আবুল কাশেম বলেন, ‘মেয়ে পর্তুগালে যাওয়ার সুযোগ পাওয়ায় খুশি। কখনো স্বপ্নও দেখিনি, ফুটবল শিখতে মেয়ে বিদেশ যাবে।’
রাণীশংকৈল উপজেলার রাঙাটুঙ্গী ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমির প্রশিক্ষণার্থী ছিল কাকলী। স্কুল পর্যায়ে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব ফুটবল প্রতিযোগিতা থেকে তার খেলা শুরু।
স্থানীয় ফুটবল একাডেমির পৃষ্ঠপোষক অধ্যক্ষ তাজুল ইসলাম বলেন, ‘অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অর্থায়নে ১১ জন ছেলে ব্রাজিলে এবং ১১ জন মেয়ে পর্তুগালে ফুটবল প্রশিক্ষণ নিতে যাচ্ছে। সেরা এগারোর মধ্যে রানীও নির্বাচিত হয়েছে।’